ODI Cricket History: কবে হয়েছিল প্রথম ওয়ান ডে ম্যাচ? কার ঝুলিতে কী রেকর্ড? ফিরে দেখা এই ফর্ম্যাটের খুঁটিনাটি
এখনও পর্যন্ত মোট ৪৪৯৯ টি ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছে। ১৯৭১ সালে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে ফর্ম্যাটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ৯৭৫টি ম্যাচ খেলে ৫৭২টি ম্যাচ জিতেছে তারা। অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে পাঁচটি বিশ্বকাপ ও ২টো চ্যাম্পিয়ন্স ট্রফি।
ভারতীয় দল এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ান ডে ম্যাচ খেলেছে। তাঁরা এখনও পর্যন্ত ১০২০ টি ম্যাচ খেলে ৫৩২টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে।
ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক রানের মালিক সচিন তেন্ডুলকর। ৪৬৩টি ম্যাচে মোট ১৮,৪২৬ রান করেছেন তিনি।
ওয়ান ডে ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক পাকিস্তানের শাহিদ আফ্রিদি। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫১টি ছক্কা।
ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরিও সচিন তেন্ডুলকরের ঝুলিতে। ৪৯টি সেঞ্চুরি করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (৪৪)।
এই ফর্ম্যাটে সর্বাধিক উইকেটের মালিক শ্রীলঙ্কার মুত্থাইয়া মুরলিথরন। তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৪টি উইকেট।
চামিন্ডা ভাসের ঝুলিতে রয়েছে এই ফর্ম্যাটে সেরা বোলিংয়ের রেকর্ড। ২০০১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -