Abhishek Sharma: পাকিস্তান হুঁশিয়ার, বিশ্বরেকর্ড গড়ার শপথ নিয়ে মাঠে নামবেন অভিষেক শর্মা
Asia Cup: অভিষেক উঠে এসেছেন তালিকায় পাঁচ নম্বরে। তাঁর হাতে এখনও রয়েছে একটি ম্যাচ - এশিয়া কাপের ফাইনাল।
Continues below advertisement
দুরন্ত অভিষেক। - আইএএনএস
Continues below advertisement
1/10
গত বছর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক মঞ্চে এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জিতে অবসর ঘোষণা করেছিলেন হিটম্যান।
2/10
তারপরই উজ্জ্বল আর এক শর্মা, অভিষেক। রোহিতের মতোই যিনি ইনিংস ওপেন করছেন।
3/10
প্রত্যেক ম্যাচে প্রতিপক্ষ বোলিংকে ধ্বংস করেছেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার এখন অভিষেক শর্মাই। যাঁকে নিজে হাতে করে গড়েছেন যুবরাজ সিংহ।
4/10
শুক্রবার মরুদেশে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক।
5/10
ইনিংস ওপেন করতে নেমে ৩১ বলে করলেন ৬১ রান। যে ইনিংস সাজানো ৮টি চার ও জোড়া ছক্কায়।
Continues below advertisement
6/10
প্রায় ১৯৭ স্ট্রাইক রেট রেখে রান করলেন। একটা সময় মনে হচ্ছিল, নিশ্চিত সেঞ্চুরির দিকে এগোচ্ছেন।
7/10
বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ধরার পর ফিরতে হল অভিষেককে। তবে ততক্ষণে শ্রীলঙ্কার বোলিংকে তছনছ করে দিয়েছেন পঞ্জাবের বাঁহাতি ব্যাটার।
8/10
এদিন আরও বড় এক রেকর্ড গড়ার ইঙ্গিতও দিলেন অভিষেক। চলতি এশিয়া কাপে ৩০৯ রান হয়ে গিয়েছে তাঁর। মাত্র ৬ ইনিংসে।
9/10
টি-২০ ক্রিকেটে কোনও একটি সিরিজে বা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করার হাতছানি তাঁর সামনে। যে রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ফিল সল্টের হাতে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৫ ইনিংসে ৩৩১ রান করেছিলেন সল্ট। তালিকায় দ্বিতীয় স্থানে আর এক কিংবদন্তি - বিরাট কোহলি। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে ৬ ইনিংসে ৩১৯ রান ছিল কিংগ কোহলির। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপে ৭ ইনিংসে ৩১৭ রান করেছিলেন তিলকরত্নে দিলশান। তিনি তালিকায় তিন নম্বরে। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৬ ইনিংসে করেছিলেন ৩১৬ রান। তালিকায় চার নম্বরে তিনি।
10/10
অভিষেক উঠে এসেছেন তালিকায় পাঁচ নম্বরে। তাঁর হাতে এখনও রয়েছে একটি ম্যাচ - এশিয়া কাপের ফাইনাল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে রবিবার আর ২৩ রান করলেই বিশ্বরেকর্ড গড়বেন তিনি। ছবি - আইএএনএস
Published at : 26 Sep 2025 10:45 PM (IST)