Ajinkya Rahane: মুস্তাকে শেষ পাঁচ ইনিংসে চারটি অর্ধশতরান, রাহানের কেকেআর অধিনায়ক হওয়া শুধুই সময়ের অপেক্ষা?
দুরন্ত ফর্মে অজিঙ্ক রাহানে। জাতীয় দল থেকে বাদ পড়েছেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের একসময়ের নিয়মিত সদস্য। কিন্তু ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ফোটাচ্ছেন রাহানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅজিঙ্ক এই মুহূর্তে মুম্বইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন।
মুস্তাকে শেষ পাঁচটি ইনিংসের মধ্যে চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন রাহানে। এ
রাহানে নক আউটে বিদর্ভের বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেট জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই।
রাহানের বিদর্ভের বিরুদ্ধে ৪৫ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন রাহানে। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন মুম্বই ব্যাটার।
রাহানে চলতি মুস্তাকে এর আগেও অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৫৩ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। কেরালার বিরুদ্ধে ৩৫ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন।
মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩৪ বলে ৫২ রানের ইনিংস খেলেছিলেন বিরাটের একসময়ের ডেপুটি। এখনও পর্যন্ত ৭ ম্য়াচে ৩৩৪ রান করেছেন রাহানে। ১৬৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন।
রাহানে এর আগেও কেকেআরের হয়ে এক মরশুম খেলেছিলেন, কিন্তু ফর্মে ছিলেন না। এবার ১.৫০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে ডানহাতি ব্যাটার।
গত মরশুম পর্যন্ত সিএসকের জার্সিতে খেলেছিলেন রাহানে। এবার রাহানের যা ফর্ম তাতে কেকেআর তাঁকে অধিনায়কত্বের ব্যাটন দিতেও পারে। আর ঘরোয়া ক্রিকেট হোক বা দেশের জার্সিতে অধিনায়ক রাহানের রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -