Akash Deep: সচিন, বিরাট, শুভমনের পর আকাশ দীপ, ওভালে অর্ধশতরান হাঁকিয়ে বিশেষ তালিকায় নাম লেখালেন তারকা

IND vs ENG 5th Test: ওভালে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্টে ৯৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন আকাশ দীপ।

ওভালে ব্যাট হাতে অনবদ্য আকাশ

1/10
গতকাল নাইট ওয়াচম্যান হিসাবে শুভমন গিলের উইকেট রক্ষা করতে আকাশ দীপকে ব্যাটে নামানো হয়েছিল।
2/10
তিনি সেই কাজ করতে সক্ষম হন। তবে সেখানেই কিন্তু থামলেন না, আকাশ দীপ ব্যাট হাতে এমন ইনিংস খেললেন যা গোটা টিম ইন্ডিয়াকে উচ্ছ্বাসে ভাসাল।
3/10
তৃতীয় দিনের সকালে অনেকেই মনে করেছিলেন আকাশ দীপ বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। বাংলার ক্রিকেটার শুধু টিকেই থাকলেন না, হাঁকালেন অর্ধশতরান।
4/10
ওভালে কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান হাঁকালেন আকাশ দীপ। ৯৪ বলে তাঁর ব্য়াট থেকে ৬৬ রানের ইনিংস আসে।
5/10
এই অর্ধশতরানের দৌলতেই আকাশ দীপ এমন এক তালিকায় নিজের নাম লেখালেন, যে তালিকায় ভারতের সেকাল, একালের সেরা ব্যাটাররা রয়েছেন।
6/10
চলতি শতকে ভারতের হয়ে কেবল সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও শুভমন গিলই এর আগে চার নম্বরে ব্যাটে নেমে ইংল্যান্ডের মাটিতে অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। সেই তালিকায় নাম লেখালেন আকাশ দীপ।
7/10
তিনি ইমরান খান, শেন ওয়ার্নদের পর টেস্ট ইতিহাসের মাত্র ১২তম ক্রিকেটার হিসাবে ইংল্যান্ড সফরে ম্যাচে দশ উইকেট এবং অর্ধশতরান করার যুগ্ম কৃতিত্বও গড়লেন।
8/10
আকাশ দীপ এবং যশস্বী তৃতীয় উইকেটে ১০৭ রানের পার্টনারশিপও গড়েন যা ভারতীয় দলকে ম্যাচে বেশ মজবুত জায়গায় পৌঁছে দেয়।
9/10
দিনের শুরুতেই ইংরেজ স্পিনারদের বিরুদ্ধে বেশ খানিকটা আগ্রাসী মেজাজেই ব্যাট করেন আকাশ। তারপর ফাস্ট বোলাররা আসলে দেখেশুনে নিজের টাচের ওপর নির্ভর করেন আকাশ।
10/10
নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকান তিনি। আকাশ দীপের এই ইনিংস সিরিজ়ের ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। সেই কারণেই তাঁর এই অর্ধশতরান কিন্তু ভারতীয় সমর্থকদের স্মৃতিতে বহুদিন তাজা থাকবে।
Sponsored Links by Taboola