Okra Benefits: কোমল নরম ত্বক পেতে ভরসা ঢ্যাঁড়শেই ! কীভাবে ব্যবহার করলে পাবেন উপকার ?
সুন্দর ত্বক পেতে কে না চায়। কোমল নরম ত্বক এবং তাঁর সঙ্গে যদি জেল্লাদার ত্বক পাওয়া যায়, তাহলে সোনায় সোহাগা। ছবি- পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অনেকেই মুখের ব্রণ, দাগ ইত্যাদি নিয়ে খুবই চিন্তিত থাকেন। অনেকে আবার এর জন্য ওষুধও খান, কিন্তু ওষুধের বদলে আছে অন্য উপায়। ছবি- পিক্সাবে
মুখের ব্রণ বা দাগের জন্য আপনিও যদি জেরবার হয়ে যান, তাহলে ব্যবহার করতে পারেন ভেণ্ডি বা ঢ্যাঁড়শ। এর গুণেই উজ্জ্বল হবে আপনার ত্বক। ছবি- পিক্সাবে
ঢ্যাঁড়শের একটি ফেসপ্যাক বানাতে হবে আপনাকে। ১০-১২টি ঢ্যাঁড়শ শুকিয়ে নিয়ে তা মিক্সারে পিষে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। ছবি- পিক্সাবে
এই পেস্ট মুখে ২০ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে কিছুটা শুকিয়ে গেলে তারপরেই তা ধুয়ে ফেলতে হবে। ছবি- পিক্সাবে
আবার একইভাবে ঢ্যাঁড়শের রস বের করে তা স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করতে পারেন। এতেও মিলবে উপকার। ছবি- পিক্সাবে
ঢ্যাঁড়শের পেস্টের সঙ্গে নারকেল তেল মিশিয়ে তা দিয়েও আপনি মুখে লাগাতে পারেন, এতেও বাড়তে পারে ঔজ্জ্বল্য। ছবি- পিক্সাবে
ঢ্যাঁড়শে রয়েছে ভিটামিন এ, সি ও কে যা কিনা আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ছবি- পিক্সাবে
তবে ঢ্যাঁড়শের ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয়ে যায়। এ থেকে অ্যালার্জিও হতে পারে, তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। ছবি- পিক্সাবে
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -