Virat-Anushka: সময়ের সঙ্গে সঙ্গে এসেছে পরিণতবোধ, কীভাবে বিরাটের জীবনেও বদল এনেছেন অনুষ্কা?

Virat Kohli And Anushka Sharma Love Story: অনুষ্কা শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের বদলের মাধ্যমে বিরাটের মধ্যেও বদল এনেছিলেন বলি অভিনেত্রী।

Continues below advertisement

বিরাট কোহলি ও অনুষ্কা

Continues below advertisement
1/9
কেরিয়ারে মধ্যগগনে থাকাকালিন বিরাট কোহলি এক সাক্ষাৎকরে বলেছিলেন যেদিন ক্রিকেট ছেড়ে দেবেন, সেদিন ক্রিকেটের ধারেকাছেও থাকবেন না। নিজের ব্যক্তিগত জীবন, পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন। যে সময় এখন ধীরে ধীরে চলে এসেছে।
2/9
অনুষ্কা শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের বদলের মাধ্যমে বিরাটের মধ্যেও বদল এনেছিলেন বলি অভিনেত্রী।
3/9
এক স্পোর্টস ইভেন্টে অনুষ্কা বলেছিলেন, ''আমি আগে দ্রুত কোনও কিছুতে রিঅ্যাক্ট করতাম। কিন্তু এখন আমি উল্টোদিকের মানুষটার কথা শুনি, এরপর সেই অনুযায়ী রেসপন্স করি।''
4/9
বিরাটও আগে বেশ আগ্রাসী ছিলেন। মাঠে তাঁর আগ্রাসন সমর্থকরাও পছন্দ করতেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাতে স্থিরতা এসেছে। এখন বিরাট অনেক বেশি পরিণত হয়েছেন।
5/9
অনুষ্কা শর্মা বিরাট কোহলির জীবনে ব্যক্তিগত, মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন এনেছেন।
Continues below advertisement
6/9
বিরাট স্বীকার করেছেন যে অনুষ্কার আগে তিনি নিজের ব্যাপারে বেশি ভাবতেন এবং নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে চাইতেন না। অনুষ্কার আগমনের পর তিনি বোঝেন যে জীবনে সঙ্গপ্রবণতা বা একে অপরের কথা ভাবা গুরুত্বপূর্ণ।
7/9
২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করেন অনুষ্কা ও বিরাট। ২০২১ সালে তাঁদের কন্যা ভামিকা কোহলির জন্ম হয়। গত বছর ১৫ ফেব্রুয়ারি তাঁদের পুত্রসন্তান আকায় কোহলির জন্মের খবর দেন এই তারকা দম্পতি।
8/9
বিরাট বর্তমানে স্ত্রী অনুষ্কা ও তাঁর সন্তানদের নিয়ে লন্ডনে রয়েছেন। সেখান থেকেই অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারছেন কিং কোহলি।
9/9
অনুষ্কা বর্তমানে বলিউড থেকে বিরতি নিয়েছেন। তবে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' ছবি পর্দায় আসার অপেক্ষায়।
Sponsored Links by Taboola