Indian Cricket Team: ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আশিস নেহরা?
আইপিএলে দুই বছরেই কোচ হিসাবে সকলের নজর কেড়েছেন আশিস নেহরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর তত্ত্বাবধানেই নিজেদের আইপিএলের আগমন বর্ষেই খেতাব জেতে গুজরাত টাইটান্স।
নাগাড়ে দুই মরশুমে খেতাব জয়ের হাতছানি ছিল গুজরাতের সামনে। তবে নেহরার তত্ত্বাবধানে থাকা দল ফাইনালে পরাজিত হয়।
নেহরার এই ট্র্যাক রেকর্ডই সম্ভবত বিসিসিআইয়ের আধিকারিকদের প্রভাবিত করে এবং এই কারণেই তাঁকে ভারতের কোচ হওয়ারও প্রস্তাব দেওয়া হয় বলে খবর।
তবে সব ফর্ম্যাট নয়, নেহরাকে কেবলমাত্র ভারতের টি-টোয়েন্টি দলেরই কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে।
সেক্ষেত্রে জাতীয় দলে রোহিত শর্মা-আশিস নেহরা যুগলবন্দি দেখা যেত।
কিন্তু প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই খবর।
এই কানাঘুষোর মধ্যেই বিসিসিআইয়ের তরফে সব ফর্ম্যাটের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হয়।
বিশ্বকাপের পরই তাঁর চুক্তি শেষ হয়েছিল। তবে দলের সাফল্যের জন্য দ্রাবিড়ের উপর আস্থা রাখছে বোর্ড। শুধু দ্রাবিড় নন, ভারতীয় দলের গোটা স্টাফেরই চুক্তি বাড়ানো হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -