Indian Cricket Team: ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আশিস নেহরা?

Ashish Nehra: গুজরাত টাইটান্স নেহরার তত্ত্বাবধানে প্রথম মরশুমে আইপিএল খেতাব জেতে এবং দ্বিতীয় মরশুমে রানার্স আপ হিসাবে টুর্নামেন্ট শেষ করে।

ভারতীয় দলের কোচ হতে আগ্রহী নন নেহরা (ছবি: গুজরাত টাইটান্সের ফেসবুক)

1/9
আইপিএলে দুই বছরেই কোচ হিসাবে সকলের নজর কেড়েছেন আশিস নেহরা।
2/9
তাঁর তত্ত্বাবধানেই নিজেদের আইপিএলের আগমন বর্ষেই খেতাব জেতে গুজরাত টাইটান্স।
3/9
নাগাড়ে দুই মরশুমে খেতাব জয়ের হাতছানি ছিল গুজরাতের সামনে। তবে নেহরার তত্ত্বাবধানে থাকা দল ফাইনালে পরাজিত হয়।
4/9
নেহরার এই ট্র্যাক রেকর্ডই সম্ভবত বিসিসিআইয়ের আধিকারিকদের প্রভাবিত করে এবং এই কারণেই তাঁকে ভারতের কোচ হওয়ারও প্রস্তাব দেওয়া হয় বলে খবর।
5/9
তবে সব ফর্ম্যাট নয়, নেহরাকে কেবলমাত্র ভারতের টি-টোয়েন্টি দলেরই কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে।
6/9
সেক্ষেত্রে জাতীয় দলে রোহিত শর্মা-আশিস নেহরা যুগলবন্দি দেখা যেত।
7/9
কিন্তু প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই খবর।
8/9
এই কানাঘুষোর মধ্যেই বিসিসিআইয়ের তরফে সব ফর্ম্যাটের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হয়।
9/9
বিশ্বকাপের পরই তাঁর চুক্তি শেষ হয়েছিল। তবে দলের সাফল্যের জন্য দ্রাবিড়ের উপর আস্থা রাখছে বোর্ড। শুধু দ্রাবিড় নন, ভারতীয় দলের গোটা স্টাফেরই চুক্তি বাড়ানো হয়েছে।
Sponsored Links by Taboola