Asia Cup 2023 Final: এশিয়া কাপ ফাইনালে স্বপ্নের বোলিং স্পেলে একাধিক রেকর্ডের মালিক মহম্মদ সিরাজ়
image এশিয়া কাপের ফাইনালে রবিবাসরীয় কলম্বো সাক্ষী থাকল মহম্মদ সিরাজ় ঝড়ের। একাই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিলেন তারকা ভারতীয় বোলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনিংসের চতুর্থ ওভারে সিরাজ়় চার উইকেট নিয়ে শ্রীলঙ্কান ইনিংসের কোমড় ভেঙে দেন। তিনিই প্রথম ভারতীয় বোলার যিনি ওয়ান ডেতে এক ওভারে চার উইকেট নিলেন।
মাত্র ১৬ বলে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন সিরাজ়। এটি বিশ্বরেকর্ড। শ্রীলঙ্কান কিংবদন্তি চামিণ্ডা ভাসের কৃতিত্বে ভাগ বসালেন সিরাজ়।
সিরাজ়ের ২১ রানের বিনিময়ে ছয় উইকেটই কোনও বোলারের শ্রীলঙ্কার বিরুদ্ধে সেরা বোলিং পরিসংখ্যান। তিনি ওয়াকার ইউনিসের ২৬ রানের বিনিময়ে ছয় উইকেট নেওয়ার রেকর্ড ভাঙলেন।
এর আগে কেবলমাত্র আশিস নেহরার দখলেই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ান ডেতে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল। সেই কৃতিত্বেও ভাগ বসালেন সিরাজ়।
তাঁর দৌরাত্ম্যেই ভারতীয় দল সবথেকে কম বলে (১৫.২ ওভার) প্রতিপক্ষকে আউট করতে পারল। এর আগে বাংলাদেশকে ১৭.৪ ওভারে আউট করেছিল ভারত।
এই ম্যাচেই ৫০টি ওয়ান ডে উইকেট নেওয়ার গণ্ডি পার করে ফেললেন সিরাজ়। তিনি ২৯টি ম্যাচে আপাতত ৫৩ উইকেট নিয়েছেন।
এশিয়া কাপের ইতিহাসে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনও দলের হয়ে দশ উইকেটই নিলেন দলের বোলাররা। সিরাজ় বাদেও হার্দিক এদিন তিন উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -