Asia Cup 2023: বুমরা, গিলকে পরামর্শ কোহলির, এশিয়া কাপের আগে অনুশীলনে মগ্ন টিম ইন্ডিয়া
পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে বেঙ্গালুরুর আলুরে বিগত কয়েকদিন ধরেই চলেছে টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅধিনায়ক রোহিত শর্মাসহ এশিয়া কাপ স্কোয়াড়ের সকলেই এই অনুশীলন ক্যাম্পে উপস্থিত রয়েছেন।
বিরাট কোহলির দিকে এই টুর্নামেন্টে সকলেরই নজর থাকবে, তাঁকে কিন্তু জোরকদমে কসরত করতে দেখা গিয়েছে।
তবে তিনি শুধু নিজেই যে অনুশীলন করলেন তা নয়, দীর্ঘক্ষণ ধরে তাঁকে শুভমন গিলের সঙ্গে কথা বলতে দেখা গেল।
কোহলির ক্লাসে হাজির ছিলেন যশপ্রীত বুমরাও। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের অংশ বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ। দুইজনেই এই অনুশীলন ক্যাম্পে হাজির ছিলেন।
না ওয়েস্ট ইন্ডিজ, না আয়ারল্যান্ড, কোন সফরেই ভারতীয় দলের অঙ্গ ছিলেন না মহম্মদ শামি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এশিয়া কাপে তিনি রয়েছেন। দীর্ঘদিন পরে এই টুর্নামেন্টের মাধ্যমেই জাতীয় দলে তাঁর কামব্যাক ঘটছে। শামি কিন্তু দীর্ঘক্ষণ নেটে বল করেন।
তাঁর বদলে ভারতের ১৭ জনের দলে কিপার হিসাবে বিকল্প একজনই ঈশান কিষাণ। রাহুল না থাকায় পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ঈশানের খেলাটা নিশ্চিত।
তবে শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে এমন কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর ম্যাচ ফিটনেস না থাকলেও, ব্যাটিং, ফিল্ডিং সবটাই করেছেন এবং তিনি সম্পূর্ণ ফিট বলেই জানান ভারতীয় কোচ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -