Asia Cup 2023: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১০ রান যোগ করেই বিশ্বরেকর্ড গড়লেন কোহলি-রোহিত
ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেই এই মহাতারকা জুটি নতুন ইতিহাস রচনা করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুইজনে দ্বিতীয় উইকেটে মাত্র ১০ রান যোগ করলেও, ওয়ান ডে ক্রিকেটে জুটি হিসাবে পাঁচ হাজার রান যোগ করার গণ্ডি পার করে ফেললেন কোহলি, রোহিত।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় জুটি হিসাবে এই গণ্ডি পার করলেন কোহলি-রোহিত।
কোহলি ও রোহিত মাত্র ৮৬টি ইনিংসে ৫০০০ ওয়ান ডে রান করেছেন। তাঁরা গর্ডন গ্রিনিচ ও ডেসমন হেইন্সের রেকর্ড ভাঙলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা জুটি ৯৭ ইনিংসে পাঁচ হাজার ওয়ান ডে রান করেছিলেন। তার ১১ ইনিংস কম খেলেই সেই গণ্ডি পার কর ফেললেন ভারতীয় মহাতারকা জুটি।
বিরাট ও রোহিত ৮৬ ইনিংসে ১৮টি শতরান ও ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছেন। একত্রে তাঁদের পার্টনারশিপের গড় ৬২.৪৭।
রোহিত এদিন দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১০ হাজার ওয়ান ডে রানের গণ্ডিও পার করেন। তিনি ৫৩ রান করেন।
তবে কোহলি গতকাল পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকালেও, এই ম্যাচে তিন রানের বেশি করতে পারেননি।
এদিন দুনিথ ওয়ালালাগের পাঁচ ও চরিথ আসালঙ্কার চার উইকেটের দৌলতে ভারত ২১৩ রানেই অল আউট হয়ে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -