Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে কোহলি, রাহুলের দুরন্ত শতরান, একগুচ্ছ রেকর্ড গড়লেন তারকা ক্রিকেটারদ্বয়
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রোহিত ও গিলের শতরানের পার্টনারশিপে ভারত শুরুটা ভালই করেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওপেনারদের গড়া ভিতে দলকে বড় রান তুলতে সাহায্য করলেন। কেএল রাহুল ও বিরাট কোহলি। রেকর্ড পার্টনারশিপ গড়লেন তাঁরা।
দীর্ঘদিন পরে এই ম্যাচের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাহুল। তাঁর দলে জায়গা পাওয়া নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে দুরন্ত শতরানে নিজের দক্ষতা প্রমাণ করলেন রাহুল।
অপরদিকে, কোহলিও এই এশিয়া কাপে এই ম্যাচের আগে পর্যন্ত রানে ছিলেন না। তবে তিনিও দুরন্ত শতরানে সমর্থকদের অভয় জোগালেন।
রাহুল ও কোহলি তৃতীয় উইকেটে অপরাজিত ২৩৩ রানের পার্টনারশিপ গড়েন। এটি এশিয়া কাপের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বকালের সর্বোচ্চ।
রাহুল ১০০ বলে শতরান পূরণ করেন। এটি তাঁর ওয়ান ডে কেরিয়ারের ষষ্ঠ শতরান।
অপরদিকে, কোহলি ৮৪ বলে কেরিয়ারের ৪৭তম ওয়ান ডে শতরান হাঁকিয়ে ফেলেন। সচিনের থেকে তিনি মাত্র দুই ধাপ পিছিয়ে।
এই ইনিংসেই দ্রুততম ব্যাটার হিসাবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডিও পার করে ফেললেন ভারতের তারকা ব্যাটার। কোহলি ও রাহুলের সুবাদে ৫০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৩৫৬ রান তোলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -