Grand Slams Record: যুক্তরাষ্ট্র ওপেন জিতে ২৪তম স্ল্যাম নিজের নামে করলেন জকোভিচ, তিনিই কি সফলতম টেনিস খেলোয়াড়?
ফের একবার যুক্তরাষ্ট্র ওপেনে জোকার-রাজ। ফ্লাশিং মিডোয় কেরিয়ারের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন নোভাক জকোভিচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদানিল মেদভেদেভকে তিন সেটের লড়াইয়ে পরাজিত করে ২০২১ সালে রাশিয়ানের বিরুদ্ধে পরাজয়ের মধুর প্রতিশোধ নিলেন জকোভিচ।
ম্যাচের ফল সার্বিয়ানের পক্ষে ৬-৩, ৭-৬ (৫), ৬-৩। হাড্ডাহাড্ডি ১০৪ মিনিটের দ্বিতীয় সেটে মেদভেদেভ ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
এই সাফল্য মিলিয়ে মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন জকোভিচ। এই একবছরে তিনবার তিনটি স্ল্যাম জিতলেও, ক্যালেন্ডার স্ল্য়াম কিন্তু এখনও অধরাই জকোভিচের কাছে।
একদা পুরুষদের সিঙ্গেলসে সর্বাধিক স্ল্যামজয়ের মালিক ছিলেন রজার ফেডেরার। তিনি রেকর্ড আটটি উইম্বলডনসহ মোট ২০টি স্ল্যাম জিতেছেন।
তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ ছিলেন আট থেকে আশি সকলে। খেলোয়াড় হিসাবেও স্টেফি গ্রাফের সাফল্য় চোখধাঁধানো। তিনি কেরিয়ারে মোট ২২টি গ্র্যান্ডস্লাম জিতে ছিলেন।
জকোভিচের রেকর্ডে ভাগ বসানোর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। রাফার দখলেও গ্রাফের মতোই ২২টি স্ল্যাম রয়েছে।
সেরিনা উইলিয়ামসের নামটাই যথেষ্ট। তাঁর কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে না। মহিলা টেনিসের সিঙ্গেলসে বিশেষ করে তিনি এক দশক ধরে শাসন করেছেন। সেরিনার দখলে মোট ২৩টি স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে।
তবে সেরিনা নন, মহিলাদের টেনিসে সর্বোচ্চ স্ল্যামের মালিক মার্গারেট কোর্ট। তিনি রেকর্ড ১১টি অস্ট্রেলিয়ান ওপেন মিলিয়ে মোট ২৪টি স্ল্যাম জিতেছেন। এবারের যুক্তরাষ্ট্র ওপেন জিতে জকোভিচ তাঁর রেকর্ডেই ভাগ বসালেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -