Asia Cup 2025: চাহালকে টেক্কা দিয়েছেন আগেই, এবার অর্শদীপকেও পেরিয়ে যাওয়ার সুযোগ হার্দিকের সামনে

Hardik Pandya: হার্দিকের সামনে সুযোগ থাকবে এশিয়া কাপের ফাইনালে অর্শদীপকে ছােঁয়ার বা তাঁকে টেক্কা দেওয়ার। সেক্ষেত্রে আর ৩ বার ৪ উইকেট নিতেই হবে এই অলরাউন্ডারকে।

Continues below advertisement

হার্দিক পাণ্ড্য

Continues below advertisement
1/8
এশিয়া কাপের মঞ্চে অলরাউন্ডার হিসেবে ফের একবার নিজের জাত চিনিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেে সুপার ফোরে বিপদের সময় ক্যামিও ইনিংস খেলেছেন লোয়ার অর্ডারে।
2/8
বল হাতেও প্রতি ম্য়াচেই ওপেনিং স্পেল করতে দেখা যাচ্ছে বঢোদরার অলরাউন্ডারকে। সাফল্যও পেয়েছেন প্রায় প্রতি ম্য়াচেই।
3/8
গত পাক ম্য়াচে চাহালকে টেক্কা দিয়েছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হার্দিকই। তাঁর ঝুলিতে এখন ৯৭ উইকেট।
4/8
এশিয়া কাপের মঞ্চে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই তারকা অলরাউন্ডার।
5/8
সেই ম্য়াচেই সুযোগ থাকছে দেশের জার্সিতে সর্বাধিক উইকেট শিকারি হওয়ার এই ফর্ম্য়াটে। সেক্ষেত্রে টেক্কা দিতে হবে অর্শদীপ সিংহকে।
Continues below advertisement
6/8
অর্শদীপ এখনও পর্যন্ত ভারতের হয়ে কুড়ির ফর্ম্য়াটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ১০০ উইকেট।
7/8
হার্দিকের সামনে সুযোগ থাকবে এশিয়া কাপের ফাইনালে অর্শদীপকে ছােঁয়ার বা তাঁকে টেক্কা দেওয়ার। সেক্ষেত্রে আর ৩ বার ৪ উইকেট নিতেই হবে এই অলরাউন্ডারকে।
8/8
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৯ ম্য়াচ খেলে মোট ৯৭ উইকেট নিয়েছেন হার্দিক। তাঁর সেরা বোলিং ফিগার ১৬/৪।
Sponsored Links by Taboola