Bas de Leede Record: শতরানের পাশাপাশি বল হাতে ৫ উইকেট, দে লিডের দৌরাত্ম্যে বিশ্বকাপের টিকিট পাকা করল নেদারল্যান্ডস
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ডু অর ডাই ম্যাচে স্কটল্যান্ডসের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। বিশ্বকাপে পৌঁছতে শুধু জয় নয়, প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই উইকেট হারালেও ব্র্যান্ডন ম্যাকমুলান স্কটদের ইনিংসকে স্থিরতা প্রদান করেন।
মাত্র ১১০ বলে ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন করেন ৬৪ রান।
নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৭৭ রান তোলে স্কটল্যান্ড। ডাচদের হয়ে ৫২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়া বাস দে লিডে সফলতম বোলার।
ব্যাট হাতে নেদারল্যান্ডস ওপেনাররা অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেও, পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যান ডাচরা। তবে রুখে দাঁড়ান দে লিডে।
দে লিডে ১২৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। সাকিব জুলফিকর ৩৩ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ডাচদের জয় সুনিশ্চিত করেন।
৪৩ বল ও চার উইকেট বাকি রেখে বড় রানের ব্যবধানে ম্যাচ জিতে নেট রান রেটে স্কটল্যান্ডকে টপকে বিশ্বকাপের টিকিট পাকা করে ফেলল ডাচরা।
ভিভি রিচার্ডস, পল কলিংউড ও রোহান মুস্তাফার পর মাত্র চতুর্থ খেলোয়াড় হিসাবে ওয়ান ডেতে এক ম্যাচে শতরান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন বাস দে লিডে।
শ্রীলঙ্কা আগেই ভারতের বিশ্বকাপ খেলার টিকিট পাকা করে ফেলেছিল। নেদারল্যান্ডস টিকিট পাকা করায় বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দল নির্ধারিত হয়ে গেল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -