BCCI: এক বছরে বিসিসিআইয়ের মোট আয়ের পরিমাণ জানলে চোখ কপালে উঠতে বাধ্য

IPL: বিসিসিআইয়ের প্রতি বছর আয়ের সবথেকে বড় উৎস হল আইপিএল।

বিসিসিআই বিশ্বের সবথেকে ধনী বোর্ড বলে দাবি করা হয়

1/8
বিশ্বের সবথেকে ধনী বোর্ড বিসিসিআই। এই নিয়ে কারুর কোনও সন্দেহ নেই।
2/8
ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশছোঁয়া এবং বিসিসিআই সেই সুবাদেই প্রচুর অর্থ উপার্জন করে। কিন্তু সেই অঙ্কের পরিমাণটা ঠিক কত?
3/8
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড গত অর্থনৈতিক বছরে মোট ৯৭০০ কোটি টাকা অর্জন করেছে।
4/8
বিসিসিআইয়ের এই বিপুল পরিমাণ অর্থের মূল উৎস হল ব্রডকাস্টিং সত্ত্বা। দ্বিপাক্ষিক সিরিজ় হোক বা বিভিন্ন টুর্নামেন্ট, ভারতীয় দল খেললেই সেইসব জায়গা থেকে টাকা পায় বোর্ড।
5/8
এছাড়া ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির আয়ের সর্বাধিক ভাগটা পায় বিসিসিআইই। গত বছরে সেই অর্থের পরিমাণ ছিল ১০৪২ কোটি।
6/8
তবে বিসিসিআইয়ের সবথেকে বড় আয়ের উৎস আইপিএল। সেই আয়ের পরিমাণ পাঁচ হাজার কোটির আশেপাশে। ২০২৪ মরশুমের আইপিএল থেকে বিসিসিআই তো আরও বেশি মোট ৫৭৪১ কোটি আয় করেছিল বলে খবর।
7/8
এছাড়াও বিভিন্ন বিনিয়োগ থেকেও আসে আয়। বিসিসিআই এই উপায়ে ৯৮৭ কোটি টাকা উপার্জন করেছে বলে খবর।
8/8
এছাড়া টিকিট বিক্রি ও মিডিয়া রাইটস তো আছেই। এই দুইয়ের থেকে বিসিসিআইয়ের ৩৬১ কোটি টাকা করে আয় হয়েছে বলে খবর।
Sponsored Links by Taboola