Bengal Pro T20: মঞ্চ মাতালেন রুক্মিণী, নুসরত, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ
Bengal Pro T20 League: ১৮ দিনের এই টুর্নামেন্টে পুরুষ ও নারী ২ বিভাগেই খেলা হবে। পুরুষদের ম্য়াচগুলো হবে ইডেন গার্ডেন্সে। অন্য়দিকে মেয়েদের ম্য়াচগুলো হবে যাদবপুর ক্যাম্পাসে।
বর্ণাঢ্য অনুষ্ঠানে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের সূচনা
1/7
আজ ধুমধাম করে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ।
2/7
এই টুর্নামেন্টের টসের জন্য বিশেষ মুদ্রা তৈরি করা হয়েছে। ছেলেদের ম্যাচে টসের কয়েনে খোদাই করা থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ। মেয়েদের ম্যাচে টসের কয়েনে থাকবে ঝুলন গোস্বামীর মুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝুলন স্বয়ং।
3/7
উদ্বোধনী অনুষ্ঠানে টলিউডের দুই প্রথম সারিরে অভিনেতা-অভিনেত্রী জিৎ এবং রুক্মিণী তো উপস্থিত ছিলেনই।
4/7
পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান মাতান বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা।
5/7
অনুষ্ঠানে পুরুষ ও মহিলা উভয় বিভাগের দলগুলি উপস্থিত ছিলই। পাশাপাশি দলগুলির অধিনায়করাও শুরুতেই অধিনায়কের শপথ নেন।
6/7
এই উদ্বোধনী অনুষ্ঠানে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝাসহ বঙ্গ ক্রিকেটের একগুচ্ছ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
7/7
টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হচ্ছে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ও হারবার ডায়মণ্ডস।
Published at : 11 Jun 2024 09:15 PM (IST)