Bhuvneshwar Kumar Birthday: জন্মদিনে ফিরে দেখা ভুবনেশ্বরের সেরা বোলিং পারফরম্যান্সগুলি
২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিধ্বংসী ফর্মে ছিলেন ভুবনেশ্বর কুমার। কিউয়িদের প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন ভুবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা ম্যাচে ভুবনেশ্বরের দখলে আসে মোট ছয় উইকেট। ভারত সহজেই ১৭৮ রানে ম্যাচটি জিতে নেয়।
২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট নেন।
নটিংহ্যামে ৮২ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছিলেন ভুবি। এই পারফরম্যান্স তাঁর জাতীয় দলে স্থান পাকা করতে সাহায্য করে।
ওই সিরিজেই ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসেও পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর। ৮২ রানের বিনিময়ে ছয় উইকেটে নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলেন ভারতের তারকা বোলার।
ভুবনেশ্বরের অনবদ্য স্পেলে ভর করেই ভারত লর্ডসে স্মরণীয় জয় পায়।
ভুবনেশ্বরের সুইংয়ে নাজেহাল হতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকেও। ২০১৬ সালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩৩ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন তিনি।
ভুবনেশ্বরের বোলিং দাপটে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২২৫ রানে অল আউট হয়ে যায়। ভারতীয় দলও দুরন্ত জয় পায় এই ম্যাচে।
টি-টোয়েন্টিতেও ভারতের হয়ে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে ভুবনেশ্বরের দখলে। ২০১৮ সালে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন।
প্রোটিয়াদের বিরুদ্ধে ২৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়ায় ভুবিকেই এই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -