Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
সিডনিতে জল্পনামতোই রোহিত শর্মাকে একাদশ থেকে বাদ দিয়ে মাঠে নামে ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখবর অনুযায়ী রোহিত নিজেই খারাপ ফর্মের জেরে প্রধান নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলে নিজেকে দল থেকে সরিয়ে নেন।
টসে এসে স্ট্যান্ড ইন অধিনায়ক যশপ্রীত বুমরার মুখেও কিন্তু একই কথা শোনা যায়।
তিনি বলেন, 'আমাদের অধিনায়ক এই টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই আমাদের দলের একতার পরিচয়বাহক। রোহিত নিজে সরে দাঁড়িয়েছেন এবং আকাশ দীপের জায়গায় প্রসিদ্ধ দলে সুযোগ পেয়েছেন।'
শোনা যাচ্ছে এই অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিতের শেষ হতে চলেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী রোহিত নাকি আর ভারতীয় টেস্ট দলের পরিকল্পনায় নেই।
সিডনি টেস্টের আগে ভারতীয় দলের নির্বাচকরা এই বিষয়টি ইতিমধ্যেই তাঁকে জানিয়েও দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।
সুতরাং, লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আর খেলতে দেখা নিয়ে প্রবল সংশয় রয়েছে।
অস্ট্রেলিয়া সফরের পর নির্বাচকরা বিরাট কোহলির সঙ্গেও এই বিষয়ে কথাবার্তা বলতে পারেন বলে খবর।
তবে দলের তৃতীয় সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাডেজা কিন্তু এখনও ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -