Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী কারা?
India vs Australia: ভারত-অস্ট্রেলিয়ার সিরিজে সর্বাধিক পাঁচ উইকেটশিকারীর চারজনই ভারতীয়
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সর্বাধিক উইকেটশিকারীরা (ছবি: আইসিসি)
1/10
ভারতের সর্বকালের সর্বাধিক টেস্ট উইকেটশিকারী অনিল কুম্বলে। বর্ডার-গাওস্কর ট্রফিতেও তিনি সর্বাধিক উইকেটশিকারী।
2/10
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতের কিংবদন্তি স্পিনার ১১১টি উইকেট নিয়েছেন।
3/10
অনিল কুম্বলের দীর্ঘদিনের সতীর্থ হরভজন সিংহ এই তালিকায় কুম্বলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন।
4/10
৯৫টি উইকেট রয়েছে তাঁর দখলে। ইডেনে অজিদের বিরুদ্ধে হরভজনের হ্যাটট্রিক চিরস্মরণীয় হয়ে রয়েছে।
5/10
তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন আরেক স্পিনার। তিনি অস্ট্রেলিয়ান তারকা ন্যাথন লায়ন।
6/10
হরভজনের থেকে এক কম ৯৪টি উইকেট নিয়েছেন লায়ন। তবে আসন্ন সিরিজেই তিনি হরভজনকে পিছনে ফেলে দিতে পারেন।
7/10
৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজে লায়নের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকেও দেখা যাবে।
8/10
তিনি ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ৮৯টি উইকেট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
9/10
প্রথম পাঁচে থাকা একমাত্র ফাস্ট বোলার হলেন কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেব।
10/10
অশ্বিনের থেকে ১০ কম ৭৯টি উইকেট রয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের দখলে।
Published at : 07 Feb 2023 09:21 AM (IST)