IND vs AUS: ওপটাস স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
আগামীকাল ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বর্ডার গাওস্কর ট্রফি। পারথের ওপটাস স্টেডিয়ামে প্রথম ম্য়াচ খেলতে নামবেন ২ দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে প্রথম টেস্টে কামিন্সের সঙ্গে টস করতে নামতে দেখা যাবে না রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টস করতে নামবেন জসপ্রীত বুমরা।
সিরিজ শুরুর ২ সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় এসে গিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি ছিলেন প্রথম ভারতীয় যিনি পারথে এসেছিলেন সবার আগে। নিজেকে এখানে অনুশীলনে মগ্ন রেখেছিলেন।
আসন্ন টেস্ট সিরিজে বুমরা, সিরাজদের সামনে বড় বাধা নিঃসন্দেহে হয়ে উঠতে পারবেন স্টিভ স্মিথ। এই সিরিজের ইতিহাসে অজিদের মধ্যে সর্বাধিক রান করার হাতছানিও রয়েছে তাঁর সামনে।
৬১,২৬৬ দর্শক আসন বিশিষ্ট ওপটাস স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার ভারতীয় সময়ে সকাল ৭.৫০ থেকে শুরু প্রথম টেস্ট।
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটি টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। অনলাইনে হটস্টারে দেখা যাবে।
ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন ২ দেশের ২ সেরা ক্রিকেট আইকন বিরাট কোহলি ও স্টিভ স্মিথের দিকে। ব্যাট হতে দুজনেই চেষ্টা করবেন একে অপরকে টেক্কা দিতে।
পারথে অভিষেক হতে পারে নীতিশ রেড্ডির। এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, জাডেজার পরিবর্তে নীতিশকে খেলানো হতে পারে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নাথান লিঁয় এই তালিকায় ১৮৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন। তিনি আর ১৩ উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে দুশো উইকেটের মালিক হবেন লিঁয়।
পারথে টেস্ট খেলতে এসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ২৫৯ রান করেছেন বিরাট কোহলি। ওয়াকা ও ওপটাস মিলিয়ে তিনিই সবার আগে রয়েছেন ভারতীয় ব্যাটারদের তালিকায়। এবারও জ্বলে উঠবেন?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -