IND vs AUS: ওপটাস স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

IND vs AUS When And Where To Watch: সিরিজ শুরুর ২ সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় এসে গিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি ছিলেন প্রথম ভারতীয় যিনি পারথে এসেছিলেন সবার আগে। নিজেকে এখানে অনুশীলনে মগ্ন রেখেছিলেন।

আসন্ন সিরিজ নজর থাকবে স্মিথ-বিরাটের দিকে

1/10
আগামীকাল ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বর্ডার গাওস্কর ট্রফি। পারথের ওপটাস স্টেডিয়ামে প্রথম ম্য়াচ খেলতে নামবেন ২ দল।
2/10
তবে প্রথম টেস্টে কামিন্সের সঙ্গে টস করতে নামতে দেখা যাবে না রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টস করতে নামবেন জসপ্রীত বুমরা।
3/10
সিরিজ শুরুর ২ সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ায় এসে গিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি ছিলেন প্রথম ভারতীয় যিনি পারথে এসেছিলেন সবার আগে। নিজেকে এখানে অনুশীলনে মগ্ন রেখেছিলেন।
4/10
আসন্ন টেস্ট সিরিজে বুমরা, সিরাজদের সামনে বড় বাধা নিঃসন্দেহে হয়ে উঠতে পারবেন স্টিভ স্মিথ। এই সিরিজের ইতিহাসে অজিদের মধ্যে সর্বাধিক রান করার হাতছানিও রয়েছে তাঁর সামনে।
5/10
৬১,২৬৬ দর্শক আসন বিশিষ্ট ওপটাস স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার ভারতীয় সময়ে সকাল ৭.৫০ থেকে শুরু প্রথম টেস্ট।
6/10
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটি টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে। অনলাইনে হটস্টারে দেখা যাবে।
7/10
ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবেন ২ দেশের ২ সেরা ক্রিকেট আইকন বিরাট কোহলি ও স্টিভ স্মিথের দিকে। ব্যাট হতে দুজনেই চেষ্টা করবেন একে অপরকে টেক্কা দিতে।
8/10
পারথে অভিষেক হতে পারে নীতিশ রেড্ডির। এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, জাডেজার পরিবর্তে নীতিশকে খেলানো হতে পারে।
9/10
টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে নাথান লিঁয় এই তালিকায় ১৮৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন। তিনি আর ১৩ উইকেট পেলেই প্রথম বোলার হিসেবে দুশো উইকেটের মালিক হবেন লিঁয়।
10/10
পারথে টেস্ট খেলতে এসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক ২৫৯ রান করেছেন বিরাট কোহলি। ওয়াকা ও ওপটাস মিলিয়ে তিনিই সবার আগে রয়েছেন ভারতীয় ব্যাটারদের তালিকায়। এবারও জ্বলে উঠবেন?
Sponsored Links by Taboola