Border-Gavaskar Trophy: ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে সর্বাধিক শতরানের মালিক কে? কত নম্বরে বিরাট?
IND vs AUS: ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সর্বাধিক শতরান করা প্রথম ছয় ব্যাটারদের তারকাদের তিনজন ভারতীয় এবং গোটা তালিকার সকলেই নিজেদের দেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন।
ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে সর্বাধিকবার শতরান করেছেন কে?
1/8
ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে ৬৫ ইনিংসে সর্বাধিক ৩২৬২ রান করেছেন সচিন তেন্ডুকর। সর্বাধিক ১১টি শতরান করার কৃতিত্বও তাঁর।
2/8
তালিকায় মাত্র দুইজন বর্তমান তারকা রয়েছেন, যার মধ্যে স্টিভ স্মিথ অন্যতম।
3/8
লাল বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে স্মিথ মোট আটটি শতরান করেছেন।
4/8
যার নামে এই সিরিজ, সেই সুনীল গাওস্করও স্টিভ স্মিথের মতোই আটটি শতরান করেছেন।
5/8
আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ শতরান করার মালিক রিকি পন্টিংয়ের কৃতিত্বে এই সিরিজে আট শতরান করার রেকর্ড রয়েছে।
6/8
এই তালিকায় থাকা বর্তমান তারকাদের মধ্য়ে দ্বিতীয় হলেন বিরাট কোহলি।
7/8
কোহলি এখনও পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়ার সিরিজে সাতটি শতরান করেছেন। সেই অর্থে আসন্ন সিরিজে গাওস্করকে স্পর্শ করা হাতছানি রয়েছে কোহলির সামনে।
8/8
ভারতের মাটিতে অভিষেকে ১৫১ রানের ইনিংস খেলে সকলকে চমকে দেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়কও বিরাটের মতোই সাতটি শতরান করেছেন.
Published at : 08 Feb 2023 01:03 AM (IST)