Border-Gavaskar Trophy: ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে সর্বাধিক শতরানের মালিক কে? কত নম্বরে বিরাট?
ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে ৬৫ ইনিংসে সর্বাধিক ৩২৬২ রান করেছেন সচিন তেন্ডুকর। সর্বাধিক ১১টি শতরান করার কৃতিত্বও তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় মাত্র দুইজন বর্তমান তারকা রয়েছেন, যার মধ্যে স্টিভ স্মিথ অন্যতম।
লাল বলের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে স্মিথ মোট আটটি শতরান করেছেন।
যার নামে এই সিরিজ, সেই সুনীল গাওস্করও স্টিভ স্মিথের মতোই আটটি শতরান করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ শতরান করার মালিক রিকি পন্টিংয়ের কৃতিত্বে এই সিরিজে আট শতরান করার রেকর্ড রয়েছে।
এই তালিকায় থাকা বর্তমান তারকাদের মধ্য়ে দ্বিতীয় হলেন বিরাট কোহলি।
কোহলি এখনও পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়ার সিরিজে সাতটি শতরান করেছেন। সেই অর্থে আসন্ন সিরিজে গাওস্করকে স্পর্শ করা হাতছানি রয়েছে কোহলির সামনে।
ভারতের মাটিতে অভিষেকে ১৫১ রানের ইনিংস খেলে সকলকে চমকে দেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অজি অধিনায়কও বিরাটের মতোই সাতটি শতরান করেছেন.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -