Border-Gavaskar Trophy: লায়নের নতুন কীর্তি, ভাঙল কুম্বলের সর্বকালীন রেকর্ড
বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টে বল হাতে আগুন ঝরান নাথান লায়ন। অস্ট্রেলিয়ার হয়ে দুই ইনিংসে মোট ১১ উইকেট নেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর সুবাদেই অনিল কুম্বলের এক সর্বকালীন রেকর্ড নিজের নামে করে ফেললেন অজি স্পিনার।
এতদিন পর্যন্ত বর্ডার-গাওস্কর ট্রফির ইতিহাসে ভারতের অনিল কুম্বলের দখলেই সর্বাধিক উইকেট ছিল।
কুম্বলে মোট ১১১টি উইকেট নিয়েছিলেন। তবে সেই রেকর্ড ভেঙে এখন ১১২ উইকেট নেওয়ার সুবাদে লায়নই এই ট্রফির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।
তবে লায়নের পাশাপাশি আরেক বর্তমান স্পিনারও রয়েছেন এই তালিকায়। তিনি আর অশ্বিন।
অনিল কুম্বলের থেকে একেবারেই বেশি পিছিয়ে নেই অশ্বিন। তাঁর দখলে রয়েছে ১০৭টি উইকেট।
তালিকায় চতুর্থ স্থানেও আরেক কিংবদন্তি ভারতীয় স্পিনার রয়েছেন। তিনি হরভজন সিংহ।
হরভজনের দখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৯৫ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
তালিকায় পঞ্চম স্থানে, বর্তমানে খেলা চালিয়ে যাওয়া আরেক ভারতীয় স্পিনার, অশ্বিনের সঙ্গী রবীন্দ্র জাডেজা।
ভারতের তারকা অলরাউন্ডার অবশ্য হরভজনের থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তাঁর দখলে মোট ৮৪টি উইকেট রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -