Lifestyle:চায়ের নেশা? নজর রাখুন স্বাস্থ্য়েও
Healthy Tea: চা খেতে ভালোবাসেন? দিনে নয় নয় করেও অন্তত ১০-১২ কাপ চা ছাড়া চলে না? কিন্তু অতিরিক্ত চা পানে শরীরের বিবিধ ক্ষতি হতে পারে, সে কথা হয়তো আমাদের অনেকেরই খেয়াল থাকে না।
চায়ের নেশা? নজর রাখুন স্বাস্থ্য়েও
1/8
চা খেতে ভালোবাসেন? দিনে নয় নয় করেও অন্তত ১০-১২ কাপ চা ছাড়া চলে না? কিন্তু অতিরিক্ত চা পানে শরীরের বিবিধ ক্ষতি হতে পারে, সে কথা হয়তো আমাদের অনেকেরই খেয়াল থাকে না।
2/8
ধাক্কা খেতে পারে স্লিপিং সাইকেল। এদিকে চা একেবারে বন্ধ করে দিলে মুশকিল। সেক্ষেত্রে উপায় ?
3/8
প্রথমত, চিনি দিয়ে চা পান একেবারে বন্ধ করতে হবে। এতে চায়ের সঙ্গে একস্ট্রা ক্যালোরিও ঢুকতে পারে শরীরে।
4/8
পরিবর্তে মধু দিয়ে চা খেয়ে দেখতে পারেন। বা ম্যাপল সিরাপও এক্ষেত্রে কার্যসিদ্ধি করতে পারে।
5/8
চায়ের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তুলসির মতো ভেষজ উপকরণ ও মশলা মিশিয়ে খেয়ে দেখুন। এমনিতেই এগুলির দুরন্ত ইতিবাচক প্রভাব রয়েছে। চায়ের সঙ্গে খেলেও সেই ফল টের পাওয়া যায়।
6/8
যদি দুধ চা খান, সেক্ষেত্রে দুধের গুণমান নিয়ে সতর্ক হোন। স্কিম, লো-ফ্যাট মিল্ক বা সয়া মিল্ক ব্যবহার করুন।
7/8
ভালো মানের চা পাতা অ্যান্টিঅক্সিড্যান্টের কাজ করে। সুতরাং পাতা যখন বাছবেন, তার গুণগত মান সম্পর্কে সতর্ক থাকুন।
8/8
তবে অতিরিক্ত চা পানের অভ্যাসে রাশ না টানতে পারলে অচিরেই শরীরে তার প্রভাব পড়বে। সুতরাং সব কিছুর পাশাপাশি এই দিকেও নজর দেওয়া দরকার। (ছবি:PIXABAY)
Published at : 03 Mar 2023 09:48 PM (IST)