IND vs AUS: বর্ডার গাওস্কর ট্রফি ড্র করতে পারবেন রোহিতরা? সিডনিতে ভারতীয় ক্রিকেটের ইতিহাস কী বলছে?
আগামী শুক্রবার ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া সিডনি টেস্ট। সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ২ দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। চারটি টেস্ট খেলতে নেমে প্রথম টেস্টে পারথে শুধু জয় পেয়েছিল ভারত।
অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে ও মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল।
শেষ ২ দুটো বর্ডার গাওস্কর ট্রফিতে ২০১৭-১৮ মরশুমে ও ২০২০-২১ মরশুমে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল।
সিডনি টেস্টে জয় ছিনিয়ে নিয়ে বর্ডার গাওস্কর ট্রফি ধরে রাখতে চাইবে ভারতীয় ক্রিকে দল। কিন্তু সিডনিতে ভারতের রেকর্ড কিন্তু চিন্তার কারণ হতে পারে।
ইতিহাস বলছে এখনও পর্যন্ত ১৩ টি ম্য়াচে ভারত ও অস্ট্রেলিয়া সিডনিতে মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ১টি ম্য়াচেই একমাত্র জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।
সিডনি টেস্টে ভারতের একমাত্র জয় এসেছিল ১৯৭৮ সালে জানুয়ারিতে। বিষেণ সিংহ বেদির নেতৃত্বে ভারত বব সিম্পসনের অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল।
১৯৭৮ সালের ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩১ রানে অল আউট হয়ে যায় অজিরা। ভারতের হয়ে অর্ধশতরান হাঁকান গুন্ডাপ্পা বিশ্বনাথ ও কার্সেন ঘাউড়ি। ভারত ২৬৫ রানের লিড নেয়।
ফলো অন এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অল আউট হয়ে যায় অজি শিবির। ম্য়াচে ভারতের হয়ে প্রথম ইনিংসে এরাপল্লী প্রসন্ন ৪ উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -