Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট কোহলির পারফরম্যান্সের খতিয়ান
৯ ফেব্রুয়ারি থেকে বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিরিজে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য বিরাট কোহলির ভাল খেলাটা ভীষণই জরুরি। অজিদের বিরুদ্ধে কোহলির রেকর্ডও বেশ ভাল।
২০১২ সালে অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে নিজের কেরিয়ারের প্রথম শতরানটি হাঁকান বিরাট কোহলি। তিনি প্রথম ইনিংসে ১১৬ রান করেন করেন।
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অজিদেরকে সেই সিরিজে ৪-০ হারায় কোহলি।
২০১৪-১৫ সালের সিরিজটা বিরাট কোহলির কাছে স্বপ্নের মতো ছিল। তিনি সিরিজে এক, দুই নয়, চারটি শতরান হাঁকান ওই সিরিজে।
বিরাট কোহলি তিন ফর্ম্যাটে ভারতের দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে প্রথম সিরিজেই ভারতকে ২-১ জয় এনে দেন ক্যাপ্টেন কোহলি।
বিরাটের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত প্রথমবার টেস্ট সিরিজ জেতে। সিরিজের দ্বিতীয় টেস্টে বিরাট ১২৩ রানের ইনিংসও খেলেন।
তবে পরের অস্ট্রেলিয়ান সফরে ভারত জিতলেও, কোহলি প্রথম ম্য়াচের পরেই দেশে ফেরেন। অ্যাডিলেডে বিরাট ৭৪ রান করা সত্ত্বেও ভারত পরাজিত হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -