Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট কোহলির পারফরম্যান্সের খতিয়ান

Virat Kohli: বিরাট কোহলির অধিনায়কত্বেই ভারত প্রথমবার অজিভূমে টেস্ট সিরিজ জেতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্সের খতিয়ান (ছবি: আইসিসি)

1/8
৯ ফেব্রুয়ারি থেকে বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে।
2/8
সিরিজে ভারতের ভাল পারফরম্যান্সের জন্য বিরাট কোহলির ভাল খেলাটা ভীষণই জরুরি। অজিদের বিরুদ্ধে কোহলির রেকর্ডও বেশ ভাল।
3/8
২০১২ সালে অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে নিজের কেরিয়ারের প্রথম শতরানটি হাঁকান বিরাট কোহলি। তিনি প্রথম ইনিংসে ১১৬ রান করেন করেন।
4/8
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অজিদেরকে সেই সিরিজে ৪-০ হারায় কোহলি।
5/8
২০১৪-১৫ সালের সিরিজটা বিরাট কোহলির কাছে স্বপ্নের মতো ছিল। তিনি সিরিজে এক, দুই নয়, চারটি শতরান হাঁকান ওই সিরিজে।
6/8
বিরাট কোহলি তিন ফর্ম্যাটে ভারতের দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে প্রথম সিরিজেই ভারতকে ২-১ জয় এনে দেন ক্যাপ্টেন কোহলি।
7/8
বিরাটের নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারত প্রথমবার টেস্ট সিরিজ জেতে। সিরিজের দ্বিতীয় টেস্টে বিরাট ১২৩ রানের ইনিংসও খেলেন।
8/8
তবে পরের অস্ট্রেলিয়ান সফরে ভারত জিতলেও, কোহলি প্রথম ম্য়াচের পরেই দেশে ফেরেন। অ্যাডিলেডে বিরাট ৭৪ রান করা সত্ত্বেও ভারত পরাজিত হয়েছিল।
Sponsored Links by Taboola