Most Wickets: এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির হয়ে ২০১৯ বিশ্বকাপ থেকে সর্বাধিক উইকেটসংগ্রাহক এঁরা
নেদারল্যান্ডসের সাম্রতিক সাফল্যের পিছনে অন্যতম বড় কারণ হলেন লোগান ভ্যান বিক। ডাচ অলরাউন্ডার গত বিশ্বকাপের পর থেকে ৩৩.৩৪ গড়ে ৩৪টি উইকেট নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিউয়িদের হয়ে এই তালিকায় রয়েছেন ম্যাট হ্যানরি। তিনি চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন উইকেটসহ নিউজ়িল্যান্ডের হয়ে মোট ৪১ উইকেট নিয়েছেন।
গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের হয়ে এই কৃতিত্বে মালিক আদিল রশিদ। তাঁর দখলে ৪১টি উইকেট রয়েছে।
৪১টি উইকেট নিয়েছেন আরেক রশিদও। আফগানদের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক রশিদ খান। তাঁর গড় অবশ্য আদিলের থেকে কম, ২৫।
তাবরেজ শামশি দক্ষিণ আফ্রিকার হয়ে ২৮.৫ গড়ে সর্বাধিক ৪৪টি উইকেট নিয়েছেন।
মাহিশ থিকসানা শ্রীলঙ্কার হয়ে ২৩.৫ গড়ে এই সময়ে ৪৪টি উইকেট নিয়েছেন।
পাকিস্তানের হয়ে কিন্তু শাহিন আফ্রিদি নয়, সর্বাধিক উইকেট নিয়েছেন হ্যারিস রউফ। তাঁর দখলে ৫৩টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের হয়ে ৫৬টি উইকেট নিয়েছেন। তাঁর গড় একটু বেশি, ৩০.৫।
ভারতের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি ৫৯টি উইকেটের মালিক। এই বিশ্বকাপে ভারতকে ভাল পারফর্ম করতে হলে তাঁর ছন্দে থাকাটা জরুরি।
বাকি সকলের থেকে বেশি খানিকটা বেশি, ৭৭টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তাঁর গড় মাত্র ২২.৯।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -