Brian Lara: এই দুই ভারতীয় ক্রিকেটার ভেঙে দিতে পারেন তাঁর বিশ্বরেকর্ড, বেছে নিলেন ব্রায়ান লারা
তিনি ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ব্যাটার। তাঁর নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ব্রায়ান লারার মুকুটে রয়েছে এমন এক কোহিনূর, যা বিশ্বক্রিকেটে আর কারও নেই। আর সেটা হল ৪০০ রানের বিশ্বরেকর্ড।
২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অপরাজিত ৪০০ রান করেছিলেন ব্রায়ান লারা। সেটাই টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস।
তবে ভারতের দুই তরুণ তাঁর সেই বিশ্বরেকর্ড ভেঙে দিতে পারেন, মনে করছেন স্বয়ং লারা।
তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল।
লারার মতে, একটা সময় বীরেন্দ্র সহবাগ, সনৎ জয়সূর্য, ইনজামাম উল হক কিংবা ক্রিস গেলরা তাঁর রেকর্ড ভাঙার খুব কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু পারেননি।
লারা জানিয়েছেন, ভারতীয় দলে এমন দুই তরুণ তুর্কি রয়েছেন, যাঁরা ভেঙে দিতে পারেন তাঁর কীর্তি।
শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালের ওপর বাজি ধরেছেন ক্যারিবিয়ান ক্রিকেটের রাজপুত্র।
সঠিক পরিস্থিতি তৈরি হলে গিল ও যশস্বী, দুজনই টেস্টে ৪০০ রান করতে পারেন বলে জানিয়েছেন লারা।
ভারতের কোনও ক্রিকেটারের হাতেই কি তৈরি হবে নতুন মাইলফলক? আশায় লারা। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -