Champions Trophy: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। বুধবার ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে দিয়েছেন আফগানরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ৩২৫/৭। জবাবে ইংল্যান্ড ৩১৭ রানে অল আউট হয়ে যায়।

আফগানিস্তান জিততেই জমে গিয়েছে গ্রুপ বি-র লড়াই। চার দলের মধ্যে কোন দুই দল যাবে সেমিফাইনালে?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮ দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২ গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রত্যেক গ্রুপ থেকে সেরা ২টি করে দল যাবে শেষ চারে।
প্রথমে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান - গ্রুপ বি-তে ইংল্যান্ড তাদের প্রথম দুই ম্যাচই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জস বাটলারদের শেষ ম্যাচ শুধু নিয়মরক্ষার।
গ্রুপ বি থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন তিন দল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা টেবিলের শীর্ষে। পয়েন্ট সমান হলেও রান রেটে সামান্য পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়া ২ নম্বরে। ২ পয়েন্ট নিয়ে আফগানরা তিন নম্বরে।
আফগানিস্তানের ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই ম্যাচে তারা জিতলে সেমিফাইনালের টিকিট পাকা। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান যাবে শেষ চারে। তবে দক্ষিণ আফ্রিকাকেও শেষ ম্যাচে জিততে হবে।
আফগানিস্তানের কাছে হেরে গেলেও অস্ট্রেলিয়া শেষ চারে চলে যেতে পারে। যদি দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়। তবে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার নেট রান রেট প্রোটিয়াদের থেকে বেশি হতে হবে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারলেই শেষ চারের দরজা খুলে যাবে আফগানিস্তানের। পরপর ২ ম্যাচে অঘটন ঘটাতে পারবেন রশিদ খানরা? ছবি - আইসিসি এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -