Cricket: দেশের টাকায় ছাপানো ছিল তাঁর ছবি, একমাত্র ক্রিকেটার হিসাবে কোন কিংবদন্তি এই সম্মান পেয়েছিলেন?
West Indies Cricket: কিংবদন্তি এই ক্রিকেটারের শেষ সিরিজ়ের আগে অবধি কোনোদিনও ব্যাটিং গড় ৫০-র নীচে নামেনি।
ক্রিকেটার হিসাবে অনবদ্য, মানুষ হিসাবেও অতুলনীয় এই কিংবদন্তি
1/10
ওয়ালকট ও উইকসের সঙ্গে সম্মিলিতভাবে ওয়েস্ট ইন্ডিজ়ে ক্রিকেটের 'Three Ws' হিসাবে পরিচিত ছিলেন। বাকি দুইজনের মতো তাঁরও জন্ম র্বাডোজে এবং তিনি প্রায় সমবয়সীই ছিলেন।
2/10
১৯৬১ সাল থেকে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় তাঁর নামেই নামাঙ্কিত।
3/10
তিনি ফ্র্যাঙ্ক ওরেল। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। দেশের জার্সিতে ১৯৪৮ সালে অভিষেক ঘটিয়ে খেলেছিলেন ৫১টি টেস্ট ম্যাচ।
4/10
ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ইনিংস ৯৭ রান করেছিলেন। তারপর থেকে গোটা টেস্ট কেরিয়ারে শেষ সিরিজ়ের আগে অবধি তাঁর ব্য়াটিং গড় কোনোদিন ৫০-র নীচে নামেনি।
5/10
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ১৫ বছরের কেরিয়ারে দলের হয়ে নয়টি শতরানসহ ৩৮৬০ রান করার পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বও রয়েছে ওয়ারেলের দখলে।
6/10
৫০-র দশকে ওয়েস্ট ইন্ডিজ় দলে শেত্বাঙ্গদের আধিপত্য ছিল। তবে ওরেল শুধু খেলেনই না, তিনি অধিনায়কও হন। তিনিই ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়কও বটে।
7/10
দেশের মহান ব্যক্তিত্বদের ছবিই সেই দেশের নোটে ছাপানো হয়। ওরেলই একমাত্র ক্রিকেটার যাঁর ছবি তাঁর দেশের টাকায় ছাপা হয়েছিল। ক্রিকেটে তাঁর অবদানের জন্য বার্বাডোজ়ের সরকার তাঁকে এই বিশেষ সম্মান দিয়েছিল।
8/10
তবে শুধু টাকা নয়, পোস্টেজ স্ট্যাম্পেও ওরেলের ছবি ছাপা শুরু করে বার্বাডোজ সরকার।
9/10
দুরন্ত ক্রিকেটার ও ইতিহাস সৃষ্টিকারী অধিনায়ক তো বটেই, ওরেল মানুষ হিসাবেও ছিলেন অনন্য। একদা তিনি নাকি ভারতীয় অধিনায়ক নারী কনট্রাক্টরকে বাঁচাতে রক্তদান অবধি করেছিলেন।
10/10
১৯৬২ সালে কনট্রাক্টর এক ম্যাচে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর রক্তের প্রয়োজন তড়িঘড়ি করে ওরেলই এগিয়ে আসেন এবং রক্ত দান করেন বলে শোনা যায়। ছবি- আইসিসি/ ঈশান্ত শর্মার এক্স
Published at : 12 Aug 2025 08:21 PM (IST)