David Miller: 'নিজের দেশকে লজ্জার মুখে ফেলেছিলাম..', এখনও সেই অভিশপ্ত রাত ভুলতে পারছেন না মিলার
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা ব্যাটার তিনি। ফিনিশার হিসেবে বহু ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ম্য়াচ জিতিয়েছেন। কিন্তু সেই ডেভিড মিলারই ফ্লপ হয়ে গেলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শেষ ওভারে অল্পের জন্য নায়ক হওয়া থেকে খলনায়ক হয়ে গিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচের কথা এখনও ভুলতে পারেননি মিলার। সম্প্রতি নিজে এক সাক্ষাৎকারে সেই রাতের কথা তুলে ধরেছিলেন প্রোটিয়া তারকা।
সেদিন ৬ বলে ১৬ রান প্রয়োজন ছিল। হার্দিকের ওয়াইড লেংথে ফুলটস বলে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন মিলার। কিন্তু বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্য়াচ লুফলেন সূর্যকুমার যাদব।
মিলার বলছেন, ''আমরা দুর্দান্ত খেলছিলাম। দল হিসেবে আমরা আমরা দুর্দান্ত লড়াই করেছি। তবে সবসময় খেলায় আপনার সঙ্গে সঠিকটা হয় না।''
প্রোটিয়া অলরাউন্ডার আরও বলেন, ''আসলে আমি সেদিন ওরকম একটা ফুলটস বলের আশা করিনি। আমার মাথায় সব সময় ফুলটস বল সম্পর্কে ধারণা থাকে, তবে সেবার সামান্য ভুল করে ফেলি।''
সেদিন আউট হওয়ার পর যন্ত্রণা সামলাতে পারছিলেন না মিলার। তিনি বলছেন, ''দেশের জার্সিতে আমি এতদিন ধরে খেলছি। সেদিন আউট হওয়ার পর মনে হয়েছিল যে দেশকে আমি ছোট করেছি। দেশকে লজ্জার মুখে ফেলেছি।''
মিলার আরও বলেন, ''ভারত ভালো ক্রিকেট খেলেছিল বা হয়তো আমরা কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছি। তবে এখন আর ভাবতে চাই না এতকিছু।''
মিলার আরও বলেন, ''আমি অন্য অনেক খেলার ক্ষেত্রে শুনেছি মোমেন্টের কথা। আমাদের খেলাতেও সেটিই ছিল একটি মোমেন্ট। যা আমাদের অনুকূলে ছিল না।''
ফাইনালে হারের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করেন মিলার। সেটি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন কিলার মিলার। শুরু হয় জোর জল্পনা। তবে এবার সব জল্পনায় জল ঢাললেন দক্ষিম আফ্রিকার তারকা।
মিলার আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন। ৩৫ বছরের এই তারকা ডানহাতি ব্যাটার বিশ্ব ক্রিকেটের অন্য়তম বিধ্বংসী ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -