IND vs ENG 5th Test: রঞ্জিতে অনবদ্য ফর্ম, ধর্মশালায় জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ঘটাবেন পাড়িক্কাল?

Devdutt Padikkal: চলতি রঞ্জি মরশুমে তিনটি শতরানসহ ৯২.৬৬ গড়ে মোট ৫৫৬ রান করেছেন দেবদত্ত পাড়িক্কাল।

পাতিদারের বদলে একাদশে সুযোগ পাচ্ছেন পাড়িক্কাল (ছবি: বিসিসিআই ফেসবুক)

1/9
৭ মার্চ থেকে ধর্মশালায় সিরিজ়ের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেই রিপোর্ট অনুযায়ী অভিষেক ঘটাতে চলেছেন দেবদত্ত পাড়িক্কাল।
2/9
চলতি টেস্ট সিরিজ়ে বিরাট কোহলি, মহম্মদ শামিদের অনুপস্থিতি এবং কেএল রাহুলের চোটের জেরে ইতিমধ্যেই রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল ও আকাশ দীপ, চারজন নিজের অভিষেক ঘটিয়েছেন। পঞ্চম ভারতীয় হিসাবে এবার অভিষেক ঘটানোর সুযোগ পাড়িক্কালের।
3/9
শোনা যাচ্ছে ধর্মশালায় সম্ভবত বাদ পড়তে চলেছেন রজত পাতিদার। মধ্যপ্রদেশের ব্যাটার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। একটি অর্ধশতরানও আসেনি তাঁর ব্যাট থেকে। তাঁর বদলেই পাড়িক্কাল একাদশে সুযোগ পেতে পারেন।
4/9
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক এই মর্মে জানান যে যেহেতু ধর্মশালার ম্যাচটাই আইপিএলের আগে ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তাই টিম ম্যানেজমেন্ট সেই ম্যাচে পাড়িক্কালকে পরখ করে দেখে নিতে আগ্রহী।
5/9
বাঁ-হাতি তরুণ ব্যাটার চলতি রঞ্জি মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি তিনটি শতরানসহ ৯২.৬৬ গড়ে মোট ৫৫৬ রান করেছেন।
6/9
কর্ণাটকের হয়ে নির্বাচকদের উপস্থিতিতেই তামিলনাড়ুর বিরুদ্ধে ঝাঁ-চকচকে ১৫১ রানের ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।
7/9
রঞ্জি মরশুমের শুরুটাও পঞ্জাবের বিরুদ্ধে শতরান দিয়ে করেছিলেন তিনি।
8/9
এখনও পর্যন্ত ৩১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪.৫৪ গড়ে মোট ২২২৭ রান করেছেন পাড়িক্কাল।
9/9
এবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠের নামার অপেক্ষায় পাড়িক্কাল।
Sponsored Links by Taboola