Dona Ganguly Exclusive: অস্থির সময়ে লন্ডনে নাচের মঞ্চ থেকে সমাজ শোধনের ডাক সৌরভ ঘরনি ডোনার
প্রবাসেও দুর্গাপুজোর আমেজ। আর টেমসের পাড়ে লন্ডনে পুজোকে আরও বর্ণময় করে তুললেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। যাঁর আর এক পরিচয়, তিনি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্ঠানের মহড়া চলছিল জোর কদমে। ডোনা নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই আপডেট জানাচ্ছিলেন। ডোনা একাধিক অনুষ্ঠান করছেন লন্ডনে।
৮ অক্টোবর, মঙ্গলবার ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর দুর্গতিনাশিনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ মঞ্চস্থ হল লন্ডনে।
একটা অনুষ্ঠানের উদ্যোক্তা দক্ষিণায়ন ইউ কে। দীক্ষামঞ্জরীর সঙ্গে যৌথ পরিবেশনায় অনুষ্ঠান পরিবেশিত হয়। আর একটি অনুষ্ঠান হিন্দু সোসাইটি ইউ কে এবং ক্যামডেন পুজোর নিবেদন।
৮ অক্টোবর, লন্ডনের রবিদাস কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাড়ে ছটায় হল ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য অনুষ্ঠান। যে অনুষ্ঠানে ছিল মহালয়ার পুণ্য তিথির উপর আধারিত দুর্গা বন্দনা। উদ্যোক্তা হিন্দু সোসাইটি ইউ কে।
৯ অক্টোবর, বুধবার হল অপর একটি অনুষ্ঠান। সুইস কটেজ লাইব্রেরি হলে রাত আটটায় আয়োজিত হল মহিষাসুরমর্দিনী। নৃত্য পরিচালনা করেন ডোনা। সঙ্গীত পরিচালনা করেন আনন্দ গুপ্ত। উদ্যোক্তা ক্যামডেন পুজো কমিটি।
১০ অক্টোবর, বৃহস্পতিবারও লন্ডনে একটি অনুষ্ঠান রয়েছে ডোনার। সুইস কটেজ লাইব্রেরি হলে রাত ৮টা থেকে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের তাসের দেশ। উদ্যোক্তা দক্ষিণায়ন ইউ কে ও দীক্ষামঞ্জরী।
লন্ডন থেকে এবিপি আনন্দকে ডোনা বললেন, ‘মহিষাসুরমর্দিনী অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক। আবার তাসের দেশেও আছে কিছু বাঁধাধরা নিয়ম ভাঙার কথা। সুস্থ সমাজের ক্ষেত্রে যা কাম্য নয় এমন কিছু নিয়ম ভাঙার ওপর কেন্দ্রীভূত সেই কাহিনি। ছক ভাঙার ডাক দেয় এই নৃত্যনাট্য।’
ডোনা আরও বললেন, ‘দুটো নৃত্যনাট্যই একটা ইতিবাচক বার্তা দেয়। সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে এই ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার ভীষণ প্রয়োজনীয়। আমরা শিল্পীরা তাই আমাদের কাজের মধ্যে দিয়ে এই উদ্যোগ নিয়ে চলেছি।’
সব অনুষ্ঠানেই উপচে পড়েছে ভিড়। আর জি কর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, আন্দোলনের রেশ পড়েছে বিদেশেও, তখন নাচের মঞ্চ থেকেই সমাজের অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের প্রার্থনা করছেন ডোনা। ছবি - ডোনা গঙ্গোপাধ্যায়। তথ্য - সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -