Dona Ganguly: মেয়েদের সুরক্ষা ফিরুক, সমাজ হোক অসুর-মুক্ত, আর জি কর আবহে নাচের মাধ্যমে বার্তা ডোনার
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বাংলায়, সারা দেশে, গোটা বিশ্বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর জি কর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছে আট থেকে আশি। বিক্ষোভ আন্দোলনে ফেটে পড়েছেন কোটি কোটি মানুষ।
আর সেই আবহেই নাচের মাধ্যমে সমাজ সংস্কারের ডাক দিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। বিখ্যাত নৃত্যশিল্পীর আর এক পরিচয়, তিনি কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।
রবিবার কন্যা দিবসে রবীন্দ্র সদনে একটি বিশেষ নৃত্যনাট্যর আয়োজন করেছিল ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরী। সেখানে 'দুর্গতিনাশিনী' আয়োজিত হয়।
ছাত্রীদের সঙ্গে পারফর্ম করেন ডোনা নিজে। নাচের মাধ্যমে প্রার্থনা জানানো হয়, সমাজের সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক। উদয় হোক শুভ শক্তির।
ডোনা বলেছেন, 'কন্যা দিবস উপলক্ষ্যে প্রতিটি কন্যার দুর্গতি মোচনের অঙ্গীকার নিয়ে দীক্ষামঞ্জরীর প্রায় পাঁচশো নৃত্যশিল্পী উপচে পড়া রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ করল দুর্গা দুর্গতিনাশিনী।'
দুষ্টের দমন হোক। সমাজের সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক। চিন্তাভাবনারও শুদ্ধিকরণ হোক সর্বস্তরে। শুভচেতনার উন্মেষ ঘটুক। এই ছিল গোটা অনুষ্ঠানের বিষয় ভাবনা।
এবিপি আনন্দকে ডোনা বলেছিলেন, 'সমাজের সমস্ত পাপ ধুয়ে যাক, অশুভ শক্তির বিনাশ হোক, নাচের মাধ্যমে এই প্রার্থনাই করা হয়েছে।'
ডোনা আরও বলেছেন, 'মহিষাসুর মানেই অন্ধকার, খারাপ, অশুভ এক শক্তি। তার বিনাশ ঘটিয়ে শুভ চেতনার বিকাশ ঘটা অত্যন্ত জরুরি। সর্বশক্তিময় ঈশ্বরের কাছে আমরা সেই প্রার্থনাই করেছি।'
ডোনার অনুষ্ঠান দেখতে উপচে পড়েছিল রবীন্দ্র সদন। ইতিবাচক বার্তা উপহার দিয়েছে দীক্ষামঞ্জরীর এই নৃত্যনাট্য। ছবি সৌজন্য - ডোনা গঙ্গোপাধ্যায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -