Durga Puja 2024: ক্রিকেট মাঠের কিংবদন্তিকে নিয়ে পুজোর মণ্ডপ! চমক দিচ্ছে কলকাতার এই ক্লাব
তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। মহিলা ক্রিকেটে এমন অনেক শৃঙ্গজয় করেছেন, যে কৃতিত্ব আর কারও নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি ঝুলন গোস্বামী। জাতীয় দলের প্রবাদপ্রতিম ক্রিকেটার।
মহিলাদের ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন। চাকদহ এক্সপ্রেস নামে তাঁকে কুর্নিশ করত গোটা বিশ্ব।
২০৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৫৫টি উইকেট নিয়েছিলেন ঝুলন। যে কৃতিত্ব বিশ্বে আর কারও নেই।
এবার দুর্গা পুজোর বিষয় ভাবনায় উঠে এলেন সেই ঝুলন গোস্বামী। ঝুলনকে থিম করে তৈরি হয়েছে আস্ত একটি পুজো মণ্ডপ।
দমদমের নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীনের এবারের থিম কিংবদন্তি ক্রিকেটার ঝুলন।
মণ্ডপে দুর্গাপ্রতিমার সামনেই রয়েছে ঝুলনের পূর্ণাবয়ব মূর্তি। গায়ে ভারতীয় দলের জার্সি। হাতে বল। যেন এখনই রান আপ ধরে দৌড় শুরু করবেন।
মণ্ডপের ওপরে ঝুলনের ক্রিকেট মাঠের বিভিন্ন কীর্তির ছবির কোলাজ।
মূল মণ্ডপের চারপাশে গ্যালারিতে রাখা হয়েছে প্রচুর ক্রিকেটপ্রেমীর কাট আউট। সকলেই যেন মাঠের বাইরে থেকে ঝুলনের জন্য গলা ফাটাচ্ছেন।
৭৫তম বর্ষে ক্রিকেট স্টেডিয়ামের আদলে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। এবিপি আনন্দ শারদ আনন্দ বিশেষ সম্মান পেয়েছে নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি সর্বজনীন। - নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -