ENG vs IND 3rd Test: ভেঙে চুরমার কপিল দেবের রেকর্ড, লর্ডসে ৫ উইকেট নিয়েই ইতিহাস গড়ে ফেললেন বুম বুম বুমরা
Jasprit Bumrah: ১৫তম ভারতীয় বোলার হিসাবে লর্ডসে ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ড-এ নাম লেখালেন যশপ্রীত বুমরা।
লর্ডসে ৭৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিলেন বুমরা
1/11
এজবাস্টনে খেলেননি তিনি। তবে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে মাঠে ফেরেন যশপ্রীত বুমরা। আর মাঠে ফিরেই আগুন ঝরালেন তিনি।
2/11
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন বুমরা। এর সুবাদেই তিনি কপিল দেবের বড় রেকর্ড ভেঙেছেন।
3/11
বুমরা প্রথম দিন মাত্র একটি উইকেট পেয়েছিলেন। হ্যারি ব্রুককে বোল্ড করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দিন তিনি আসতেই ধ্বংসযজ্ঞ শুরু করেন তারকা ভারতীয় বোলার।
4/11
বুমরা দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে ক্লিন বোল্ড করেন।
5/11
এরপরে বুমরার শিকার শতরানকারী জো রুট। বুমরার বলেই প্লেড অন তিনি।
6/11
এরপরের বলেই তিনি ক্রিস ওকসকেও আউট করেন তিনি। শেষমেশ জোফ্রা আর্চারকে আউট করে বুমরা পাঁচ উইকেট পূর্ণ করেন।
7/11
বুমরা টেস্ট কেরিয়ারে এই নিয়ে ১৫ নম্বর বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। আর বিদেশের মাটিতে এটা ১৩ নম্বর।
8/11
বুমরা এখন বিদেশে এক ইনিংসে সবথেকে বেশি পাঁচ উইকেট নেওয়া ভারতীয় বোলার।
9/11
বুমরার দুরন্ত বোলিংয়ের দৌলতে ভারতীয় দল ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৮৭ রানেই অল আউট করে দেয়।
10/11
ইংল্যান্ডের হয়ে জো রুট অসাধারণ সেঞ্চুরি করেন। তাঁর সংগ্রহ ১০৪ রান ।
11/11
অন্যদিকে, জেমি স্মিথ ৫১ রানের ইনিংস খেলেন। ব্রাইডন কার্স ৫৬ রানের করেন।
Published at : 11 Jul 2025 08:54 PM (IST)