ENG vs IND 3rd Test: লর্ডসে প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়েন পন্থ, ঋষভ না পারলে কি পরিবর্ত জুরেল ব্যাটিং করতে পারবেন?

Rishabh Pant: যশপ্রীত বুমরার লেগ সাইডে করা এক বল আটকাতে গিয়েই ব্যথা পান ঋষভ পন্থ।

প্রথম দিন মাঠ ছাড়ার পর গোটা দিনে আর ফেরেননি পন্থ

1/8
লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম দিন শুরু থেকেই বেশ ভাল কিপিং করছিলেন ঋষভ পন্থ।
2/8
লেগ সাইডে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরে বেন ডাকেটকে আউটও করেন তিনি। তবে লেগসাইডের এক বল বাঁচাতে গিয়েই বিপত্তি। চোট পান পন্থ।
3/8
ম্যাচের ৩৪তম ওভারের বুমারর লেগ সাইডের এক বল আটকে গিয়ে আঙুলে ব্যথা পান পন্থ। ভারতীয় দলের ফিজিও দীর্ঘ সময় মাঠেই তাঁর চিকিৎসা করেন।
4/8
পন্থ তারপর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। তবে পারেননি। এক ওভার পরেই ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ভারতীয় দলের সহ-অধিনায়ক।
5/8
গোটা দিনে তিনি আর মাঠে ফেরেননি। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকেই বাকি সময়টা ভারতের হয়ে কিপিং করতে দেখা যায়।
6/8
যদিও বিসিসিআইয়ের তরফে দেওয়া আপডেটে জানানো হয়েছে উদ্বেগের তেমন কিছু নেই। তাও অনেকের মনেই প্রশ্ন জাগছে পন্থ কি ব্যাট করতে পারবেন?
7/8
পন্থ না নামতে পারলে ধ্রুব জুরেল কি তাঁর বদলে ব্য়াটও করতে পারবেন? উত্তর না।
8/8
এমসিসির নিয়ম অনুযায়ী কেবল কনকাশন সাব ও কোভিড-১৯ বদলি ক্রিকেটাররাই ম্যাচে অন্যের বদলে ব্যাট করতে পারেন। এক্ষেত্রে পন্থের চোট লাগায় এমনি পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছেন জুরেল। তাই তাঁর ব্য়াট করার প্রশ্ন নেই। পন্থ না নামতে পারলে সেক্ষেত্রে ভারতকে এক ব্যাটার কম নিয়েই খেলতে হবে।
Sponsored Links by Taboola