ENG vs IND: আসন্ন ইংল্যান্ড সিরিজ়েই ওয়াসিম আক্রমকে পিছনে ফেলে ইতিহাস গড়ার হাতছানি যশপ্রীত বুমরার সামনে

Jasprit Bumrah: ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণ ভারতীয় দলের হয়ে আসন্ন সিরিজ়ে অভিজ্ঞ যশপ্রীত বুমরার কাঁধে গুরুদায়িত্ব থাকবে।

বিলেতের মাটিতে অনুশীলনরত বুমরা

1/10
আর সপ্তাহখানেক বাকি, তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়।
2/10
কোহলি, রোহিত, অশ্বিনের অনুপস্থিতিতে নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা হতে চলেছে।
3/10
তরুণ ভারতীয় দলের হয়ে আসন্ন সিরিজ়ে অভিজ্ঞ যশপ্রীত বুমরার কাঁধে গুরুদায়িত্ব থাকবে।
4/10
আসন্ন সিরিজ়েই কিন্তু বুমরার সামনে বড় রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। তিনি কিংবদন্তি ওয়াসিম আক্রমকে পিছনে ফেলতে পারেন।
5/10
বুমরা আসন্ন সিরিজ়ে দুইটি উইকেটটি নিলেই তিনি ওয়াসিমকে পিছনে ফেলে দেবেন। এশিয়ান হিসাবে SENA দেশে সর্বাধিক উইকেটশিকারি হয়ে যাবেন তিনি।
6/10
ওয়াসিম আক্রম SENA দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ায় মোট ১৪৬টি উইকেট নিয়েছেন।
7/10
বুমরার দখলে বর্তমানে SENA দেশে ১৪৫টি উইকেট নিয়েছেন।
8/10
তিনি পাঁচ উইকেট নিলে প্রথম এশিয়ান ক্রিকেটার বোলার হিসাবে SENA দেশে ১৫০ উইকেটের গণ্ডিও পার করে ফেলবেন।
9/10
ইংল্যান্ডের মাটিতে বুমরার রেকর্ড দুরন্ত। তিনি নয় টেস্টে ৬৪টি উইকেট নিয়েছেন। গড় মাত্র ১৬.১৭।
10/10
বুমরার এই রেকর্ড ও দক্ষতা, দুইই কিন্তু আসন্ন সিরিজ়ে তাঁর জোড়া ইতিহাস গড়ার দিকেই ইঙ্গিত করছে।
Sponsored Links by Taboola