Father-Son Cricketer Duo: বাবার মত ছেলেও কাঁপিয়েছেন ২২ গজে, বিশ্ব ক্রিকেটে এমন নজির গড়েছেন যাঁরা

Father-Son Cricketer Duo Update: লালা অমরনাথের ছেলে মহিন্দর অমরনাথ বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ৬৯ টেস্ট ও ৮৫ ওয়ান ডে ম্যাচ খেলেছেন মহিন্দর অমরনাথ।

তালিকায় লালা ও মহিন্দর অমরনাথ, সচিন ও অর্জুন তেন্ডুলকরও

1/8
প্রাক্তন অজি ক্রিকেটার কিংবদন্তি জিওফ মার্শ রয়েছেন তালিকায়। দেশের জার্সিতে ৫০ টেস্ট ও ১১৭ ওয়ান ডে খেলেছেন প্রাক্তন এই ওপেনার। লাল বলের ফর্ম্য়াটে ২৮৫৪ ও সাদ বলের ফর্ম্য়াটে ৪৩৫৭ রান করেছিলেন জিওফে মার্শ।
2/8
জিওফের দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শও অস্ট্রেলিয়ার জার্সিতে ক্রিকেট খেলেছেন। বড় ছেলে শন ৩৮ টেস্ট ও ৭৩ ওয়ান ডে খেলেছেন। ছোট ছেলে মার্শ এখনও খেলছেন। তিনি ৪৬ টেস্ট ও ৯৩ ওয়ান ডে খেলেছেন।
3/8
এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। দেশের জার্সিতে দুশো টেস্ট, ৪৬৩ ওয়ান ডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্য়াটার যিনি ১০০ সেঞ্চুরির মালিক।
4/8
সচিনের ছেলে অর্জুনও ক্রিকেটার। এখনও জাতীয় দলের জার্সিতে না খেললেও মুম্বই ও গোয়ার জার্সিতে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য অর্জুন।
5/8
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে শতরান হাঁকিয়েছিলেন প্রয়াত লালা অমরনাথ। দেশের জার্সিতে ২৪ টেস্টে ৯৭৮ রান করেছিলেন। ঝুলিতে পুরেছিলেন ৪৫ উইকেটও।
6/8
লালা অমরনাথের ছেলে মহিন্দর অমরনাথ বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ৬৯ টেস্ট ও ৮৫ ওয়ান ডে ম্যাচ খেলেছেন মহিন্দর অমরনাথ।
7/8
এই তালিকায় থাকবেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ক্রিস ব্রড। প্রাক্তন টপ অর্ডার ব্যাটার দেশের জার্সিতে ২৫ টেস্ট ও ৩৪ ওয়ান ডে ম্য়াচ খেলেছেন।
8/8
ক্রিস ব্রডের ছেলে ইংল্য়ান্ডের প্রাক্তন পেসার কিংবদন্তি স্টুয়ার্ট ব্রড। দেশের জার্সিতে ১৬৭ টেস্ট, ১৭৮ ওয়ান ডে ও ৫৬ টি-টােয়েন্টি খেলেছেন। টেস্টে ৬০৪ উইকেট নিয়েছিলেন ব্রড।
Sponsored Links by Taboola