Most Sixes: আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় প্রথম পাঁচে কারা রয়েছেন?
Most Sixes in International: আন্তর্জাতিকে সর্বাধিক ছয় মারা পাঁচ তারকার মধ্যে মাত্র একজনই ভারতীয় তারকা রয়েছেন।
তালিকায় একমাত্র ভারতীয় রোহিত শর্মা
1/10
ছক্কা হাঁকানোয় ক্রিস গেলের জুড়ি মেলা ভার। স্বাভাবিকভাবেই তাই এই তালিকার শীর্ষে 'ইউনিভার্স বস ক্রিস গেল'।
2/10
আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৫৫৩টি ছক্কা মেরেছেন।
3/10
দ্বিতীয় ব্যাটার হিসাবে ৫০০-র অধিক ছক্কা হাঁকানোর কৃতিত্ব রয়েছে রোহিত শর্মার দখলে।
4/10
সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তিনি ৫০০টি ছয় মারার কৃতিত্ব অর্জন করেন। রোহিত মোট ৫০২টি ছয় মেরেছেন।
5/10
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।
6/10
'বুম বুম' আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে মোট মোট ৪৭৬টি ছয় মেরেছেন।
7/10
আফ্রিদির থেকে বেশ অনেকটা পিছিয়ে প্রাক্তন নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাকালাম।
8/10
৩৯৮টি ছয় মেরে তিনি তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
9/10
পঞ্চম স্থানেও রয়েছেন আরেক কিউয়ি মার্টিন গাপ্তিল।
10/10
তিনি এখনও পর্যন্ত আন্তর্জাতিকে মোট ৩৮৩টি ছয় মেরেছেন।
Published at : 09 Dec 2022 09:56 AM (IST)