Cricketers in Politics: ২২ গজ থেকে রাজনীতির ময়দান, এই ক্রিকেটারদের রাজ সর্বত্র
Cricketers: প্রাক্তন অধিনায়ক থেকে বিশ্বজয়ী তারকা, বহু ক্রিকেটারই রাজনীতির ময়দানেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
২২ গজ থেকে রাজনীতির ময়দানের সফর করেছেন এই ক্রিকেটাররা (ছবি: পিটিআই)
1/10
তালিকায় প্রথমেই যিনি রয়েছেন, তিনি গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনারের চওড়া ব্যাট ভারতীয় দলকে ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জিততে সাহায্য করেছে।
2/10
অবসরের পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং ভোটে পূর্ব দিল্লি থেকে জেতেনও।
3/10
তালিকায় এরপর এমন একজন ক্রিকেটার রয়েছেন যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানাননি। তিনি শাকিব আল হাসান।
4/10
রাজনীতিতে শাকিবেরও আগ্রহ রয়েছে। তিনি পরের মাসে বাংলাদেশের আসন্ন নির্বাচনে মগুরা থেকে আওয়ামি লিগের হয়ে লড়বেন।
5/10
শাকিবের পর তালিকায় রয়েছেন আরেক বাঁ-হাতি অলরাউন্ডার সনৎ জয়সূর্য।
6/10
শ্রীলঙ্কান কিংবদন্তি ২০১০ সালে আইপিএল খেলার সময়কালেই নিজের স্থান মাতারা থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভও করেন।
7/10
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও রয়েছেন এই তালিকায়।
8/10
তিনি কংগ্রেসের ভোটে দাঁড়ালেও অবশ্য জিততে পারেননি।
9/10
সবশেষে যার কথা না বললেই নয়, তিনি ইমরান খান। পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বজয়ী ক্রিকেট দলের অধিনায়ক।
10/10
ইমরান শুধুমাত্র ভোটে লড়াই করে জেতেনইনি, তিনি অগস্ট ২০১৮ সাল থেকে এপ্রিল ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন
Published at : 18 Dec 2023 10:17 AM (IST)