Cricketers in Politics: ২২ গজ থেকে রাজনীতির ময়দান, এই ক্রিকেটারদের রাজ সর্বত্র
তালিকায় প্রথমেই যিনি রয়েছেন, তিনি গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনারের চওড়া ব্যাট ভারতীয় দলকে ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জিততে সাহায্য করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবসরের পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং ভোটে পূর্ব দিল্লি থেকে জেতেনও।
তালিকায় এরপর এমন একজন ক্রিকেটার রয়েছেন যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ও জানাননি। তিনি শাকিব আল হাসান।
রাজনীতিতে শাকিবেরও আগ্রহ রয়েছে। তিনি পরের মাসে বাংলাদেশের আসন্ন নির্বাচনে মগুরা থেকে আওয়ামি লিগের হয়ে লড়বেন।
শাকিবের পর তালিকায় রয়েছেন আরেক বাঁ-হাতি অলরাউন্ডার সনৎ জয়সূর্য।
শ্রীলঙ্কান কিংবদন্তি ২০১০ সালে আইপিএল খেলার সময়কালেই নিজের স্থান মাতারা থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভও করেন।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনও রয়েছেন এই তালিকায়।
তিনি কংগ্রেসের ভোটে দাঁড়ালেও অবশ্য জিততে পারেননি।
সবশেষে যার কথা না বললেই নয়, তিনি ইমরান খান। পাকিস্তানের ১৯৯২ সালের বিশ্বজয়ী ক্রিকেট দলের অধিনায়ক।
ইমরান শুধুমাত্র ভোটে লড়াই করে জেতেনইনি, তিনি অগস্ট ২০১৮ সাল থেকে এপ্রিল ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -