David Johnson: সচিন-সৌরভ-দ্রাবিড়ের সতীর্থের আকস্মিক মৃত্যু, দুর্ঘটনা, খুন, নাকি আত্মহত্যা?
১৯৯৬ সালে নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন তাঁর টেস্ট অভিষেক হয়েছিল, ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সচিন রমেশ তেন্ডুলকর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলে খেলার সময় তাঁর সতীর্থ ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহম্মদ আজহারউদ্দিনরা।
জাতীয় দলের প্রাক্তন পেসার সেই ডেভিড জনসনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কর্নাটকে তাঁর অ্যাপার্টমেন্টের নীচে জনসনের মৃতদেহ পাওয়া যায়।
জানা যায়, চারতলার অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে গিয়েছেন জনসন। তবে সেটি দুর্ঘটনা, নাকি খুন, নাকি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তাঁর স্মৃতিতে বৃহস্পতিবার ব্রিজটাউনে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
জাতীয় দলের হয়ে ২টি টেস্ট ম্যাচ খেলেছেন ডেভিড জনসন। নিয়েছেন ৩ উইকেট।
ঘরোয়া ক্রিকেট খেলতেন অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথের কর্নাটকের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১২৫ উইকেট রয়েছে তাঁর।
ঘরোয়া ক্রিকেটের ৩৩টি ওয়ান ডে ম্যাচে ৪১ উইকেট রয়েছে ডানহাতি পেসারের।
১৯৯৫-৯৬ মরশুমে কেরলের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৫২ রানে ১০ উইকেট নিয়েছিলেন জনসন। তারপরই জাতীয় দলে ডাক।
মাত্র ৫২ বছর বয়সে জনসনের মৃত্যুতে শোকে ডুবে ভারতীয় ক্রিকেট মহল। ছবি - এক্স হ্যান্ডল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -