Mithali Raj: ক্রিকেট ছেড়ে বাচ্চা মানুষ করতে হবে, এমন প্রস্তাব শুনেই সরাসরি বিয়েতে 'না' করেছিলেন মিতালি
মিতালি রাজ (Mithali Raj)। ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) প্রাক্তন ক্যাপ্টেন। বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ডের মালিক। মহিলাদের ক্রিকেটে কিংবদন্তি মানা হয় এই প্রাক্তন ডানহাতি ব্য়াটারকে। কিন্তু তাঁর সঙ্গেই ঘটে গিয়েছিল এক অদ্ভুত ঘটনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩ ডিসেম্বর ছিল মিতালির জন্মদিন। ৪২ এ পা রেখেছেন এই প্রাক্তন ক্রিকেটার। কেরিয়ারে ১২টি টেস্ট ও ২৩২টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন মিতালি।
নিজের টেস্ট কেরিয়ারে ৬৯৯ রান করেছেন। সর্বোচ্চ ২১৪। ওয়ান ডে ফর্ম্য়াটে ৭৮০৫ রান করেছেন। তাঁর ওয়ান ডে ফর্ম্য়াটে ব্য়ক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১২৫। টি-টোয়েন্টি ম্য়াচে ৮৯ ম্য়াচে ২৩৬৪ রান করেছেন।
মিতালির ২৩ বছরের কেরিয়ারে একাধিক সোনালি অধ্যায় আছে। কিন্তু এই বিষয়টা অনেকের কাছেই অজানা যে, একবার এই হায়দরাবাদির কাছে এক অদ্ভুত বিয়ের প্রস্তাব এসেছিল।
সম্প্রতি এক পডকাস্টে এসেছিলেন মিতালি রাজ। সেখানেই তিনি জানান যে তাঁর কাছে একবার অদ্ভুত এক বিয়ের প্রস্তাব এসেছিল। মিতালি তাঁর মাসির সঙ্গেও কথা বলিয়েছিলেন সেই ছেলের।
মিতালি রাজ বলেন, ''আমার কাছে একবার এক বিয়ের প্রস্তাব এসেছিল। যেই ছেলেটি ফোন করেছিল সে আমার মাসির সঙ্গেও ফোনে কথা বলেছিল। তখন হঠাৎ করেই আমাকে ছেলেটি প্রশ্ন করে যে আমাদের কতগুলো সন্তান হবে তা নিয়ে। আমি এই প্রশ্নটা শুনেই কিছুটা ব্যাকফুটে চলে যাই। আমার ভাল লাগেনি।''
প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''আমি সেই সময় ভারতের ক্যাপ্টেন ছিলাম। আমি কখনওই ভাবিনি সেই সময় বিয়ের কথা। কিন্তু তার মধ্যেই এমন প্রশ্ন কিছুটা অপ্রস্তুত করে দিয়েছিল আমাকে।''
মিতালি বলেন, ''এরপর সেই ছেলেটি আমাকে আচমকা বলে আমাকে বিয়ের পর ক্রিকেট ছাড়তে হবে। সে আরও বলে ক্রিকেট ছেড়ে পরিবার নিয়ে থাকতে হব আর বাচ্চা মানুষ করতে হবে। এরপরই আমার বিয়ে থেকে ইচ্ছেটাও নষ্ট হয়ে গিয়েছিল।''
১৯৯৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালি রাজের। আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে সেই ওয়ান ডে ম্য়াচে ১১৪ রানের ইনিংস খেলেন।
২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মিতালির। ওয়ান ডে ফর্ম্য়াটে মিতালিই এই মুহূর্তে সর্বাধিক রান সংগ্রাহক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -