Harbhajan and Dhoni: জোড়া বিশ্বকাপ জিতেছেন একসঙ্গে, অথচ ধোনির সঙ্গে কথা বলেন না হরভজন!
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে জোড়া বিশ্বকাপ জিতেছেন। অথচ ক্যাপ্টেন কুলের সঙ্গে নাকি বাক্যালাপ নেই বাইশ গজের টার্বুনেটরের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনই তথ্য ফাঁস করলেন হরভজন সিংহ। জাতীয় দলের কিংবদন্তি স্পিনার জানালেন, তাঁর সঙ্গে আর কোনও কথাবার্তা হয় না ধোনির।
ধোনি আর তিনি বন্ধু নন বলেও জানিয়েছেন হরভজন।
ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ভাজ্জি। ২০১১ সালে ধোনির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ারও সদস্য ছিলেন হরভজন।
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে বল হাতে ৭ উইকেট নিয়েছিলেন ভাজ্জি। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ৯ উইকেট নিয়েছিলেন হরভজন।
তবু ক্যাপ্টেন কুলের সঙ্গে বাক্যালাপ নেই, জানিয়েছেন ভাজ্জি। এমনকী, একসঙ্গে চেন্নাই সুপার কিংসে খেলার সময়ও মাঠের বাইরে দুজনের কথা হতো না বলে জানিয়েছেন হরভজন।
ধোনিকে মোবাইল ফোনে সব সময় পাওয়া যায় না বলে অনেক সময়ই জানিয়েছেন সতীর্থরা। হরভজন সাফ বলেছেন, তিনি তাঁদেরও ফোন করেন যাঁরা তাঁর ফোন ধরেন।
প্রায় ১০ বছরের ওপর ধোনির সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন হরভজন। শুধু ২০১৮ সাল থেকে ২০২০ - যে দু'বছর সিএসকে-তে খেলেছেন ভাজ্জি, সেই ২ বছর মাঠের মধ্যে সামান্য কিছু কথোপকথন ছাড়া।
হরভজন বলেছেন, 'ধোনির সঙ্গে কথা না বলার কোনও কারণ আমার কাছে নেই। হয়তো ওর আছে। মাঠের বাইরে কোনওদিন আমি ওর ঘরে যাইনি। কোনওদিন ও আমার ঘরে আসেনি।'
হরভজন বলেছেন, 'প্রত্যেক সম্পর্কই দুই প্রান্তের পারস্পরিক শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে শ্রদ্ধা করলে আশা করব তুমিও তাই করবে।' ছবি - পিটিআই ও গেটি ইমেজেস
- - - - - - - - - Advertisement - - - - - - - - -