Shubman Gill: গম্ভীরের স্বজনপোষণ! টি-২০-তে ব্যর্থ শুভমন খেলেই চলেছেন, বাইরে বসে সঞ্জু-যশস্বী, নিন্দের ঝড়
Gambhir On Shubman Gill: ভারতীয় টি-২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমনকে। তাঁকে খেলানো হচ্ছে ওপেনার হিসাবে। কিন্তু রান পাচ্ছেন না।
Continues below advertisement
শুভমনের ব্যর্থতার ছবি বদলাচ্ছে না। - পিটিআই
Continues below advertisement
1/10
তিনি ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক। তবে একটা সময় টি-২০ দলে তাঁকে ভাবা হতো না।
2/10
যদিও গৌতম গম্ভীর কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর শুভমন গিলকে টি-২০ দলেও ফিরিয়েছেন। এবং সেটা বড় দায়িত্ব দিয়ে।
3/10
ভারতীয় টি-২০ দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমনকে। তাঁকে খেলানো হচ্ছে ওপেনার হিসাবে।
4/10
শুভমনকে দিয়ে ইনিংস ওপেন করাতে গিয়ে ভারতের টি-২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়ালকে। ওপেনিংয়ে দুরন্ত ছন্দে থাকা সঞ্জু স্যামসনকে প্রথমে মিডল অর্ডারে নামিয়ে দেওয়া হয়।
5/10
তবে নিজের পরিচিত জায়গা ওপেনিং থেকে সরিয়ে দেওয়ার পর আগের মতো ছন্দ দেখাতে পারেননি সঞ্জু। তিনি ভারতের একাদশ থেকে বাদই পড়ে গিয়েছেন।
Continues below advertisement
6/10
সঞ্জুর পরিবর্তে একাদশে উইকেটকিপার হিসাবে খেলছেন জিতেশ শর্মা। বৃহস্পতিবার একটি দারুণ রান আউট করলেও ব্যাট হাতে এখনও ভরসা দিতে পারেননি।
7/10
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সেঞ্চুরি থাকা সঞ্জু দিনের পর দিন রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন। আর ম্যাচ খেলে চলেছেন শুভমন।
8/10
বৃহস্পতিবার শুভমন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও রান না করে আউট হওয়ার পর থেকে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। ভারতের ৫১ রানে হারের পর শুভমনকে কাঠগড়ায় তোলা হচ্ছে।
9/10
বলা হচ্ছে, কোচ গৌতম গম্ভীরের প্রিয়পাত্র হওয়ায় শুভমনের গায়ে আঁচ পড়ছে না। স্বজনপোষণ করার অভিযোগ উঠছে গম্ভীরের বিরুদ্ধে।
10/10
গম্ভীরের জন্যই স্যামসন-যশস্বীরা টি-২০ দল থেকে বাদ পড়ছেন এবং শুভমন খেলে চলেছেন বলে অভিযোগ। এবার শুভমনকে বাদ দিয়ে সঞ্জুকে খেলানোর দাবি আরও জোরাল হয়ে উঠছে। - পিটিআই
Published at : 12 Dec 2025 05:35 PM (IST)