Gautam Gambhir: তিন ফর্ম্যাটেই দায়িত্বে? গম্ভীরকে নিয়ে বড় ঘোষণা কয়েকদিনের মধ্যেই
ভারতীয় দলের হেড কোচ হিসাবে সম্ভবত রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন গৌতম গম্ভীরই। দিন কয়েকের মধ্যেই হয়ে যেতে পারে ঘোষণা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার দু'জনের সাক্ষাৎকার নিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) উপদেষ্টা কমিটি। তাঁরা হলেন গৌতম গম্ভীর ও ডব্লিউ ভি রামন।
গম্ভীর আপাতত রয়েছেন দিল্লিতে। সেখান থেকে জুম কলে তিনি সাক্ষাৎকার দেন।
শোনা যাচ্ছে, উপদেষ্টা কমিটির প্রধান অশোক মলহোত্রর সঙ্গে জুম কলে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে গৌতির।
টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পর সম্ভবত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে গম্ভীরের নাম।
শোনা যাচ্ছে, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হতে চলেছে গম্ভীরের।
শোনা যাচ্ছে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা দুই দল তৈরি করতে চান গম্ভীর। তবে তিনি নিজে কোচ হিসাবে তিন ফর্ম্যাটেই দায়িত্ব নেবেন।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০১১ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন গম্ভীর।
তাঁর নেতৃত্বে ২০১২ ও ২০১৪ - দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েও শাহরুখের দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন গৌতি। ছবি - পিটিআই
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -