Harbhajan Singh Records: জন্মদিনে ফিরে দেখা হরভজন সিংহের একগুচ্ছ রেকর্ড
ভারতের জার্সিতে ওয়ান ডে এবং টেস্ট বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হরভজন সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্টে ৪১৭টি, ওয়ান ডে ২৬৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। সেই হরভজনই আজ ৪৩-এ পা দিলেন।
বিশ্বকাপজয়ী হরভজনের দখলে কিন্তু ১৫০টি আইপিএল উইকেটও রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে জিতেছেন খেতাব।
হরভজনই কিন্তু প্রথম ভারতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালের সিরিজে হরভজনের পারফরম্যান্স চিরস্মরণীয় হয়ে আছে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র হরভজন সিংহই পরপর চার ইনিংসে অন্তত ছয়টি করে উইকেট নিয়েছেন। অজিদের বিরুদ্ধে ২০০১-এর সিরিজেই এই কৃতিত্ব গড়েন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২৭ বলে পাঁচ উইকেট নেওয়াটা টেস্ট ক্রিকেটের কোনও ভারতীয় এখনও সবথেকে কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড।
হরভজন সিংহই প্রথম ভারতীয় অফস্পিনার যিনি টেস্ট ক্রিকেটে ৪০০টি উইকেট নেন।
২০০২ সালে হরভজনের এক বছরে নেওয়া উইকেট সংখ্যা আজও ভারতীয় হিসাবে রেকর্ড।
তিনিই একমাত্র ভারতীয় স্পিনার যার দখলে ওয়ান ডে ক্রিকেটে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -