Durga Puja 2023: সৌরভ ইংল্যান্ডে, পাড়ার খুঁটি পুজোর আকর্ষণ স্ত্রী ডোনা, দাদা স্নেহাশিস
রবিবার বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত লাল বাড়ির লাগোয়া শামিয়ানা খাটানো জায়গায় দাঁড়িয়ে কিছুটা স্মৃতিমেদুর স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিএবি প্রেসিডেন্ট (CAB President) বলছিলেন, 'এই পুজোটা বাবা-কাকার শুরু করেছিলেন। আমি তখন খুব ছোট। সৌরভের বয়স মাত্র ১। সেই থেকে চলে আসছে। এই পুজোর সঙ্গে একাত্ম হয়ে পড়েছি। আমাদের পরের প্রজন্মের হাত ধরে পুজোটা এগিয়ে চলেছে।'
বড়িশা প্লেয়ার্স কর্নার (Barisha Players Corner)। যে পুজো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পুজো নামেই বিখ্যাত।
এবার বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর ৫১তম বর্ষ। রবিবার ধুমধাম করে হয়ে গেল খুঁটিপুজো।
সৌরভ ইংল্যান্ডে রয়েছেন। তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে স্নেহাশিসের সঙ্গেই হাজির ছিলেন সৌরভ-জায়া ডোনা।
ডোনা বলছিলেন, 'পুজো মানে সকলের আনন্দ। যাদের পাড়ায় পুজো হয়, তাদের আনন্দ। পাশাপাশি যাদের পাড়ায় পুজো হয় না, তাঁরাও অন্য পাড়ায় গিয়ে আনন্দে মেতে ওঠেন।' মজার সুরে যোগ করলেন, 'সৌরভ নেই বলেই আমরা মঞ্চে। ওর হয়ে প্রক্সি দিচ্ছি।'
বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো আর সৌরভের বয়স সমান। ৮ জুলাই ৫১ সম্পূর্ণ করবেন মহারাজ। এ বছর বড়িশা প্লেয়ার্স কর্নারের মহিষাসুরমর্দিনির আরাধনাও ৫১ বছরে পড়ল।
দুর্গোৎসব কমিটির সম্পাদিকা জুঁই গঙ্গোপাধ্যায় জানালেন, এবারের মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন শিল্পী সন্দীপ মুখোপাধ্যায়।
ব্যানারে জ্বলজ্বল করছে চার অক্ষরের একটি শব্দ। 'আরম্ভিক'। বিশেষ কোনও তাৎপর্য রয়েছে?
পুজোর অন্যতম উদ্যোক্তা অনুপম দত্ত বলছিলেন, 'না, এটা দিয়ে আমরা বোঝাতে চেয়েছি, উৎসবের শুরু হল।' বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের পুজোর বিষয়ভাবনা কী? পুরোটা ভাঙলেন না অনুপম। শুধু বললেন, 'চমক তো থাকছেই। শুধু এটুকু বলতে পারি, বিশ্ব উষ্ণায়ন নিয়ে যখন চারদিকে হই চই, তখন পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হবে। বৃক্ষরোপনের কথা বলা হবে। বাকিটুকু পুজোর সময়ের জন্য তোলা থাক।' ছবি - সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -