Hardik Pandya Birthday: ৩১ পূর্ণ করলেন তারকা অলরাউন্ডার, জন্মদিনে কি নাতাশার থেকে শুভেচ্ছাবার্তা পেলেন হার্দিক?
তিনি ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র। মাঠে হোক বা মাঠের বাইরে, হার্দিক পাণ্ড্য সব সময় খবরের শিরোনামে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার, ১১ অক্টোবর জন্মদিন হার্দিকের। ৩১ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার।
বারবার বিতর্কে জড়িয়েছেন হার্দিক। তবে রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষণা করার পরই যেন জনরোষ আছড়ে পড়ে। প্রবল সমালোচনার শিকার হতে হয় বঢোদরার অলরাউন্ডারকে।
হার্দিককে দেখলেই গ্যালারি থেকে ঘেয়ে আসতে শুরু করে ধিক্কার। একবার তো ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্চরেকর বলতে বাধ্য হন যে, হার্দিককে কেউ বিদ্রুপ করবেন না।
ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছে হার্দিকের। স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে হার্দিকের।
স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে হার্দিক জানিয়েছেন, জীবন সকলেরই পরীক্ষা নেয়। তবে তাঁর পরীক্ষা যেন শেষই হচ্ছে না, জানিয়েছেন হার্দিক।
ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন হার্দিক। ফাইনালে জেতার পর তাঁর গালে রোহিত শর্মার চুম্বনের ভিডিও ভাইরাল হয়েছিল।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজেও দুরন্ত ছন্দে রয়েছেন হার্দিক। প্রত্যেক ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখাচ্ছেন।
জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন হার্দিক। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে হার্দিককে।
তবে হার্দিকের জন্মদিনে নীরব প্রাক্তন স্ত্রী নাতাশা। সোশ্যাল মিডিয়াতে হার্দিকের উদ্দেশে কোনও পোস্ট করতে দেখা যায়নি সার্বিয়ান মডেল ও অভিনেত্রীকে। ছবি - পিটিআই ও হার্দিকের ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -