Hardik-Natasa: সার্বিয়ায় অগ্যস্তর জন্মদিন পালন নাতাশার, ছেলেকে কাছে না পেয়ে আবেগঘন পোস্ট হার্দিকের
গত ৩০ জুলাই ছিল হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্ত্যাঙ্কোভিচের ছেলে অগ্যস্তর জন্মদিন। এই মুহূর্তে সার্বিয়াতে রয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহার্দিক ও নাতাশার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপরই এই মুহূর্তে ছেলে অগ্যস্তকে নিয়ে সার্বিয়ায় নিজের দেশে ফিরে গিয়েছেন নাতাশা।
৩০ জুলাই অগ্যস্তর জন্মদিনের সেলিব্রেশনের বিভন্ন ছবি নাতাশা পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে কেক কাটছে ছোট্ট অগ্যস্ত।
জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত হয়েছিল অগ্যস্তর অনেক কচিকাঁচা বন্ধু-বান্ধবীও। তাদেরও দেখা যায় মজা করতে।
একটি পার্টিতে দুজনের আলাপ হয়। আর প্রথম দর্শনেই প্রেম। তারপর থেকে একাধিক পার্টিতে হার্দিক ও নাতাশাকে একত্রে দেখা গিয়েছে। হার্দিক নাতাশাকে বাড়ি নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করিয়ে দেন। তারপরই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ভারতীয় অলরাউন্ডার।
তার কয়েকদিন পরেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দুজনে। নাতাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে আনেন। হার্দিক-নাতাশার একমাত্র পুত্রসন্তান অগস্ত্য। যদিও চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ইনস্টাগ্রাম নিজেদের ডিভোর্সের খবর জানান হার্দিক।
অগ্যস্তর জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও পোস্ট করে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক। নিজের পোস্টে আবেগঘন বক্তব্যও রেখেছেন তারকা অলরাউন্ডার।
হার্দিক ক্যাপশনে লিখেছেন, ''তুমি আমাকে প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছ। আমার হৃদয়, আমার আগু। হ্যাপি বার্থ ডে।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -