Harmanpreet Kaur Record: জন্মদিনে হরমনপ্রীত কৌরের অসাধারণ কিছু রেকর্ড
২০০৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়েছিলেন এক তরুণী। আজ তিনি দলের অধিনায়ক। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেটারদের অন্যতম, আইকন, রোল মডেল। তিনি হরমনপ্রীত কৌর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজই ভারত তথা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরমনপ্রীত ৩৫-এ পা দিলেন। হরমনের জন্মদিনে এক নজরে তাঁর কিছু অনবদ্য রেকর্ড দেখে নেওয়া যাক।
একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে হরমনপ্রীত ওয়ান ডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি, উভয় ফর্ম্যাটেই তিন হাজারের অধিক রান করেছেন।
২০১৭ সালে ভারতীয় দল বিশ্বকাপ জিততে পারেনি বটে, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর বিধ্বংসী ১৭১ রানের ইনিংস ভারতকে ফাইনালে তুলেছিল। এটিই বিশ্বকাপে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটারের সর্বকালের সর্বোচ্চ স্কোর।
ভারতীয় অধিনায়কই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
তিনিই টি-টোয়েন্টি ভারতের হয়ে সর্বাধিক ৩২০৪ রান করেছেন।
২০১৮ সালে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে তিনিই আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে তিন অঙ্কের রান করেন। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এসেছিল তাঁর সেঞ্চুরি।
ভারতের সফলতম টি-টোয়েন্টি অধিনায়কও হরমনপ্রীত। তিনি এখনও পর্যন্ত ওমেন ইন ব্লুর অধিনায়ক হিসাবে ৫৯টি ম্যাচ জিতেছেন।
মহিলাদের বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে মাঠে নেমেই ইতিহাস গড়েছিলেন হরমনপ্রীত। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন তিনি।
গত মরশুমে প্রথম ডব্লিউপিএলে তাঁর নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান্স খেতাব জিতেছিল। সব মিলিয়ে হরমনপ্রীত যে ভারতের সর্বকালের সফলতম মহিলা ক্রিকেটারদের একজন, তা বলাই বাহুল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -